Connect with us
ক্রিকেট

ম্যাচের দুদিন আগেই টিকিটের মূল্য জানালো বিসিবি, পাবেন কোথায়?

crifo ticket
বাংলাদেশের ম্যাচ মাঠে বসে দেখতে খরচ হবে ১০০ টাকা। ফাইল ছবি

আগামী ২১ অক্টোবর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার একমাত্র টেস্ট ম্যাচ। ম্যাচ শুরুর দুদিন আগেই ওই ম্যাচ মাঠে বসে দেখার টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে মোট পাঁচট ক্যাটাগরিতে দাম নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাতে প্রকাশিত টিকিটের মূল্য তালিকায় দেখা গেছে সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে একদিনের ম্যাচ। আর সর্বোচ্চ ১০০০ টাকা গুনতে হবে ম্যাচ। তবে ভিআইপিএ স্ট্যান্ডে বসে একদিন খেলা দেখতে সর্বোচ্চ খরচ হবে ৫০০ টাকা।

সাউথ আফ্রিকা-বাংলাদেশের ম্যাচে এবার ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে খেলা দেখতে গুনতে হবে ২০০ টাকা। ক্লাব হাউজে ৩০০ টাকা আর ভিআইপি স্ট্যান্ডে বসে যারা খেলা দেখতে চান তাদের টিকেট কিনতে হবে ৫০০ টাকায়। ক্রিকেটারদের ড্রেসিংরুমের পাশে গ্রান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে ১ হাজার টাকা খরচ করতে হবে।

আরও পড়ুন:

» বারবার সুযোগ মিস, প্রথম ম্যাচেই হারের স্বাদ বাংলাদেশের

» দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে নিজের ভাবনা জানালেন বাংলাদেশের হেড কোচ

আগামীকাল ২০ অক্টোবর থেকে টিকেট ছাড়বে বিসিবি। মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেইটের পাশের বুথ থেকে টিকেট ক্রয় করতে পারবেন সমর্থকরা।

বিভিন্ন স্ট্যান্ডের টিকেটের দাম-

গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০/- টাকা
ভিআইপি স্ট্যান্ড- ৫০০/- টাকা
ক্লাব হাউজ- ৩০০/- টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড- ২০০/- টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ১০০/- টাকা

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট