Connect with us
ক্রিকেট

অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে অনন্য নজির গড়লেন অ্যামেলিয়া

অ্যামেলিয়া কার। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অনন্য এক নজির গড়েছেন সদ্য নারী বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার। বৈশ্বিক এই টুর্নামেন্টে এমন এক ঘটনা ঘটিয়েছেন যা করতে পারেননি আর কোন নারী ক্রিকেটার। ফাইনাল ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৩ রান ও বল হাতে শিকার করেছেন ৩ উইকেট।

নারী ও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া ১৮টি মৌসুমে ফাইনাল ও সেমিফাইনাল মিলিয়ে সর্বমোট ৫৪ টি ম্যাচ খেলা হয়েছে। আর এই বৈশ্বিক টুর্নামেন্টে এতো গুলো নকআউট ম্যাচ খেলেও কোন ক্রিকেটার এক ম্যাচে ৪০ এর বেশি রান ও ৩ উইকেট একসাথে পাননি।

তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে নারী ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে এই প্রথম কেউ নকআউট পর্বের ম্যাচে দারুন এমন অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন করার রাতে ম্যাচ সেরা হয়েছেন এই অ্যামেলিয়া কার। পাশাপাশি হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও।

টুর্নামেন্ট ও ম্যাচ সেরা পুরস্কার পেলেন কার।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড পুরুষ দলের সদস্য স্যাম কারানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একইসঙ্গে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও ফাইনাল সেরার পুরস্কার পেয়েছেন অ্যামেলিয়া কার। বিশ্বকাপের গোটা আসরে ব্যাট হাতে ১৩৫ রান করে ও ১৫ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন:

» দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিংয়ে পাঠাল বাংলাদেশ, জাকেরের অভিষেক

» দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মাঠে নামতে যাচ্ছেন নেইমার

» ওপেনিংয়ে ব্যর্থ স্মিথকে নিচে নামাতে চাচ্ছে অস্ট্রেলিয়া

ফাইনাল ম্যাচে এদের আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পথে ৩৮ বলে ৪৩ রানের একটি ইনিংস খেলেছিলেন কার। এরপর বল হাতে দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। যেখানে লরা উলভার্টের উইকেটকে মনে করা হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট।

এছাড়াও আনিকা বোশের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন অ্যামেলিয়া কার। অ্যানায়ার ডার্কসনকেও আউট করেন তিনি। কারের নৈপুণ্য ফাইনালে ১৫৯ রানের টার্গেট দেওয়া ম্যাচে ১২৬ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এতে করে প্রথমবারের মতো নারী ও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল নিউজিল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট