চোটের কারণে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে কাটিয়েছেন এবাদত হোসেন। হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘদিনের পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরতে যাচ্ছেন এই পেসার। সব ঠিক থাকলে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়েই বাইশ গজে ফিরবেন সিলেটের এই পেসার।
বর্তমানে অনেকটাই সেরে উঠেছেন এবাদত। মাসখানেক ধরেই নেটে অনুশীলন করে যাচ্ছেন তিনি। গত ভারত সিরিজে স্কোয়াডে না থেকেও সফর করেছিলেন এই পেসার। মূলত ইনজুরি থেকে তার সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে ভারত সফরে নেয়া হয়েছিল।
এবাদতের মাঠে ফেরার বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে তিনি জানান, এবাদত এখন অনেকটা সুস্থ আছে। আশা করছি সে দ্রুত মাঠে ফিরতে পারবে। চলমান এনসিএলের শেষ দিকেই তাকে মাঠে দেখা যাবে বলে আশা রাখছি।
আরও পড়ুন:
» যে গাছটা যত উঁচু, সে গাছে বাতাসটাও বেশি লাগে : সাকিব
» বাফুফে নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
» সিরিজ নিশ্চিত এবার মিশন ‘বাংলাওয়াশ’
চোটের কারণে গত বিপিএলে খেলতে পারেননি এবাদত। তবে আসন্ন বিপিএলে পুরোপুরি ফিট হয়েই খেলবেন তিনি। এবারের আসরে তাকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে বোলিং করার সময় হাটুর ইনজুরিতে পড়েন এবাদত। পরবর্তীতে তার হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়। ফলে পুনর্বাসনের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয় সিলেটের এই পেসারকে।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৪/বিটি