দক্ষিণ আফ্রিকা বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ৩ উইকেট হাতে রেখে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে দিনের শুরুতে প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ২০ রান যোগ করেই অলআউট হয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এ দিন ৮৭ রানে ব্যাট করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। ৯৭ রানে ইনিংস থেমেছে এই অলরাউন্ডারের। মাত্র ৩ রানের জন্য ৩ অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলেন না তিনি।
দ্বিতীয় ইনিংসে ৮৯ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান করেছে বাংলাদেশ । এ ইনিংসে দলীয় সর্বোচ্চ ৯৭ রান করেছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকার জয়ের প্রয়োজন মাত্র১০৬ রান।
এদিন ২২ গজে নেমেই দ্বিতীয় বলে উইকেট খোয়াই বাংলাদেশ। প্রথম বলে ১ রান নিয়ে নাঈম হাসানকে স্ট্রাইক প্রান্তে পাঠান মেহেদী। এতেই সুযোগ পান কাগিসো রাবাদা। নিচু হয়ে আসা ইনসুইং ডেলিভারিতে বলের লাইন মিস করেছেন নাঈম। বল সরাসরি তার পায়ে আঘাত হানলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ১৯ বলে ১৬ রানে ফেরেন এই ব্যাটার। এ উইকেটের সুবাদে ফাইভার পূরণ করেন রাবাদা।
এরপর ১০ নম্বরে ব্যাট করতে নামেন তাইজুল ইসলাম। এদিন তিনিও ২২ গজে বেশিক্ষণ টিকতে পারেননি। ৭ বল খেলে ৭ রানে ফেরেন তিনি। মুল্ডারের বলে স্ট্রাবসের হাতে ধরা পড়েছেন তাইজুল।
শেষ দিকে দলীয় সংগ্রহ বৃদ্ধি করতে এবং নিজের সেঞ্চুরি পূরণ করার লক্ষ্যে দ্রুত রান তোলার চেষ্টা করেন মিরাজ। তবে তিনি ব্যর্থ হোন। নিজের দ্বিতীয় সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও স্পর্শ করতে পারলেন না মিরাজ। ৯৭ রানে থামতে হয়েছে তাকে।
আরও পড়ুন: রাফিনহার হ্যাটট্রিকে বার্সেলোনার বড় জয়
ক্রিফোস্পোর্টস/২৪ অক্টোবর ২৪/এইচআই