এবারের সাফ নারী চ্যাম্পিয়নশীপের আসর বসেছে নেপালে। চলতি মাসের ১৭ তারিখে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের আসরের। এরইমধ্যে চলতি আসরের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শামসুন্নাহারের শেষ মুহূর্তের গোলে ১-১ এ ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ (বুধবার) সন্ধ্যা পৌনে ৬ টায় ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাবিনারা।
চলমান সাফে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে ড্র করেছে বাংলাদেশ। ফলে কিছুটা পয়েন্ট খোয়াতে হয়েছে বাংলার মেয়েদের। কিন্তু এখনও সেমিতে যাওয়ার আশা টিকে রয়েছে বাংলাদেশের। আজকে যদি ৩-০ গোলে না হারে তাহলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত। তবে বাংলার মেয়েদের লক্ষ্য ভারতকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করা।
এদিকে বাংলাদেশ তরুণ ডিফেন্ডার মুনকি আক্তার বলেন, ‘আমরা কোনো পরিসংখ্যানের মারপ্যাঁচে নই বরং আজকে ভালো খেলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। দলে কয়েকটি পরিবর্তনও দেখা যেতে পারে।’
এদিকে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেছে ভারত এবং বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ড্র হওয়াতে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে।
এ বিষয়ে ভারতীয় কোচ সন্তোষ কুমার বলেন, বাংলাদেশের বর্তমান দলটি অনেক একটা দল। তবে পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়াতে কিছুটা অবাক হয়েছি। আমি জানি তারা ভালো করবে।’
সাফে টানা পাঁচবার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। যদিও গতবার ভারত ছাড়া অন্যদেশ হিসেবে প্রথমবারের মতো সাফের শিরোপা জেতে বাংলাদেশ। সুতরাং আজকের ম্যাচ টানটান উত্তেজনারই হবে। র্যাংকিংয়ে ভারত আছে ৬৮ নম্বরে এবং বাংলাদেশের অবস্থান ১৩৯।
ম্যাচটি কোনো টিভি চ্যানেলে লাইভ দেখা যাবে না। তবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেল Kantipur Max HD ম্যাচটি সরাসরি দেখতে পারবেন।
আরো পড়ুন : সপ্তম উইকেটে মিরাজ-জাকের আলির রেকর্ড জুটি
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৪/এসআর