কম্বোডিয়ায় এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিক কম্বোডিয়ার কাছে হেরে যায় বয়সভিত্তিক এই দলটি। তবে পরেই ম্যাচেই ঘুরে দাড়িয়েছে বাংলাদেশের কিশোররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনকে হারিয়ে জয়ে ফিরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
আজ বুধবার (অক্টোবর) গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। দলের একমাত্র জয়সূচক গোলটি করেন শফিক রহমান তিহিম।
এদিন নম পেনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চালাতে থাকে দুই দল। ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফিলিপাইন। তবে বাংলাদেশের গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন প্রতিপক্ষের ফরোয়ার্ড।
আরও পড়ুন:
» ভারতকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ
» টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে মিরাজের কীর্তি
তবে ফিলিপাইন ফরোয়ার্ড বাধাপ্রাপ্ত হওয়ায় পেনাল্টি পেয়ে যায় তারা। তবে ফিলিপাইনের পেনাল্টি শট আটকে দেন গোলকিপার আলিফ। এর কিছুক্ষণ পরেই শফিকের গোলের এগিয়ে যায় বাংলাদেশ।
বা প্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে আসছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী ফরোয়ার্ড আরহাম। বক্সের কাছাকাছি এসে ফাউলের শিকার হন তিনি। এরপর ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন শফিক। এরপর বাংলাদেশের জালে একাধিক আক্রমণ করেও গোল শোধ করতে পারেনি ফিলিপাইন। গোলকিপার আলিফের কল্যাণে রক্ষা পায় বাংলাদেশ। ফলে ১-০ গোলে জয় নিয়ে মূল্যবান ৩ পয়েন্ট তুলে নেয় সাইফুল বারী টিটুর শিষ্যরা।
এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ বি এর পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে স্বাগতিক কম্বোডিয়া। আগামী শুক্রবার (২৫ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে ম্যাকাওয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৪/বিটি