আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবুয়ে। সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছে দলটি। সিকান্দার রাজার দুর্দান্ত শতকে ভর করে এমন কীর্তি গড়েছে দলটি।
বুধবার (অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে গাম্বিয়ার মুখোমুখি হয় জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেZimbabwe vs Gambia এটাই দলীয় সর্বোচ্চ রান। এর আগে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি নেপালের দখলে ছিল। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তারা।
আরও পড়ুন:
» এএফসি অ-১৭ : ফিলিপাইনকে হারিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ
» টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে মিরাজের কীর্তি
এদিন জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ১৩৩ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক সিকান্দার রাজা। ৪৩ বলে ৭ চার ও ১৫ ছয়ের মারে দানবীয় এই ইনিংসটি সাজিয়েছেন রাজা। এ ম্যাচে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। এতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার।
এছাড়া জিম্বাবুয়ের পক্ষে ব্রায়ান বেনেট ২৬ বলে ৫০, তদিওয়ানাশে মরুমণি ১৯ বলে ৬২ এবং ক্লাইভ মদন্ডে ১৭ বলে ৫৩ রান করেছেন।
জিম্বাবুয়ের ৩৪৪ রানের জবাবে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় গাম্বিয়া। এতে ২৯০ রানের বিশাল ব্যবধানে জয় পায় দলটি। দলের হয়ে রিচার্ড নাগারভা ও ব্র্যান্ডন মাভুতা ৩টি করে উইকেট শিকার করেছেন।
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৪/বিটি