একে একে জাতীয় দল থেকে দুই ফরমেটে বিদায় নিয়ে ফেলেছে সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নেয়ার আভাস দিয়ে রেখেছেন এই টাইগার অলরাউন্ডার। তবে এমন অভিজ্ঞ ক্রিকেটারের বিদয়ের পর কে হবেন তার বিকল্প, সেই প্রশ্নে অনেকেই সামনে আনেন মেহেদী হাসান মিরাজের নাম।
এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট শেষে মিরাজকেই শুনতে হলো সরাসরি এমন প্রশ্ন। সাকিবের বিকল্প চিন্তা তার সঙ্গে তুলনা করার বিষয়টিও উঠে আসে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। যেখানে মেহেদী মিরাজ সাকিবকে লিজেন্ডারি ক্রিকেটার উল্লেখ করে তার সঙ্গে নিজেকে তুলনা করতে অস্বীকৃতি জানিয়েছেন।
সাকিবের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘সবাই সবসময় একটা কথা বলেন, সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই অনেক বড় অর্জন করেছেন। ১৭ বছর খেলেছেন, একজন লিজেন্ড প্লেয়ার। আমি মাত্র ১-২ বছর যাবত রান করা শুরু করেছি। আর সাকিব ভাই শুরু থেকেই রান করেছে।’
আরও পড়ুন:
» সাকিবকে টপকে ঘরের মাঠে তাইজুলের নতুন রেকর্ড
» প্রথম সেশনেই হারল বাংলাদেশ, সিরিজে লিড নিল দক্ষিণ আফ্রিকা
তাছাড়া সাকিবের সঙ্গে নিজের ব্যাটিং অর্ডারের ভিন্নতার কথাও তুলে ধরেন মিরাজ, ‘উনি উনার জায়গায়, আমি আমার জায়গায়। একজন খেলোয়াড়কে আরেকজনের সাথে তুলনা না করলেই ভালো। সাকিব ভাই টপ অর্ডারে ব্যাট করেছে। আর আমি আমি ৭-৮ নম্বরে ব্যাট করি। আমার সময় আসলে চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো কিছু করার।’
এছাড়া সাকিবের বিদায়ী টেস্ট খেলা প্রসঙ্গেও কথা বলেছেন মিরাজ। পাশাপাশি সাকিবের পাশে থাকার জন্যেও আহ্বান জানিয়েছেন তিনি, ‘সাকিব ভাইয়ের ইস্যু তো সবাই জানি। সে কেন আসেনি বা খেলতে পারেনি কারও অজানা নয়। সে একজন কিংবদন্তি। বাংলাদেশের জন্য অনেক অর্জন আছে, অস্বীকার করতে পারবে না কেউ। সবার তার পাশে থাকা উচিত।’
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/এফএএস