Connect with us
ক্রিকেট

সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়া তালিকার শীর্ষে রাজা

sikendar raja
সেকেন্দার রাজা। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে ক্রিকেটের এক মহানায়কের নাম সেকেন্দার রাজা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে শুরু করে পৃথিবীর বড় বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা মেলে রাজার। ক্রিকেট বিশ্বে জিম্বাবুয়ের নামটা তিনিই যেন পরিচয় করে দিচ্ছেন। গতকাল (বুধবার) গাম্বিয়ার বিপক্ষে ইতিহাস পরিবর্তন করার ম্যাচেও অনন্য নজির গড়েছেন এই ব্যাটার।

এ ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছ জিম্বাবুয়ে। এ রেকর্ডটি এর আগে নেপালের দখলে ছিল। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল দলটি।

ইতিহাস উলটপালট করে দেওয়া এই ম্যাচে দলীয় সর্বোচ্চ ৪৩ বল মোকাবেলা করে অপরাজিত ১৩৩ রানে ঝকঝকে এক ইনিংস খেলেন সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ রান করার শীর্ষে আছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। ৩৩ বলে ১০০ রান করে এ তালিকার দ্বিতীয় অবস্থান দখন করেছেন ডান-হাতি এই ব্যাটার। অবশ্য টেস্ট খেলা দলের মধ্যে এই ফরম্যাটে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রাজা।

আরও পড়ুনঃ মিরাজের সেঞ্চুরি না হওয়া নিয়ে যা বললেন মার্করাম

এছাড়াও এ ম্যাচে আরও একটি রেকর্ড করেছেন রাজা। দ্রুততম সেঞ্চুরি করার সুবাদে এ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। এ নিয়ে সংক্ষিপ্ত সংস্করণে ১৭ বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তারকা এই ক্রিকেটার। যা আন্তর্জাতিক টি-টুয়ান্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার তালিকায় সর্বোচ্চ। বিরাট কোহলি, সুর্যকুমার যাদব এবং মালেশিয়ার ভিরানদ্বীপ সিংকে পিছনে ফেলে এ তালিকার শীর্ষ অবস্থান দখল করেছেন রাজা।

৯৫ ম্যাচ খেলে ১৭ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। সবচেয়ে কম ৭৪ ম্যাচে ১৬ বার ম্যান অব দ্য ম্যাচ হয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সূর্য কুমার। তৃতীয় অবস্থানে আছেন ভিরানদ্বীপ। ৮৪ ম্যাচ খেলে ১৬ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। চতুর্থ অবস্থানে আছেন ১২৫ ম্যাচ খেলে ১৬ বার ম্যান অব দ্য ম্যাচ হওয়া ভিরাট কোহলি। এ তালিকায় পঞ্চম স্থানে আছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নাবী। তিনি ১৪ বার ম্যাচ সেরা হয়েছেন।

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান। ১২৯ ম্যাচ খেলে ৭ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/২৪ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট