দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ঘরে মাঠে প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ হারার কারণ জানতে চাইলে সহজ স্বীকারোক্তি দিয়ে দায় সেড়েছেন তিনি।
এ ম্যাচে বোলাররা ভালো করলেও ব্যাটিংয়ে যাচ্ছেতাই পারফরমেন্স করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে দীর্ঘ সংস্করণে বাংলাদেশ বরাবরই বিবর্ণ ছিল। দেশের মাঠে দ্বিতীয় সর্বনিম্ন ১০৬ রানে অলআউট হওয়ার ঘটনাই তা বলে দেয়। তাই দলের ব্যাটিং বিপর্যয়ের জন্য ম্যাচ শেষে অজুহাতের সুযোগ নিলেন না শান্ত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘ আমরা দল হিসেবে হেরেছি। আলাদা করে কারও সম্পর্কে কিছু বলার নেই। আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি। তা আমাদের সকলের জানা।’
লজ্জাজনকভাবে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। এই ম্যাচে বল হাতে ৮ উইকেট শিকার করেছেন তাইজুল। ব্যাট হাতে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মিরাজ। তাদের দুজনের পারফরম্যান্সের জন্য কিছুটা হলেও ২২ গজে লড়াই করতে পেরেছে বাংলাদেশ।
অবশ্য তাইজুল এবং মিরাজের প্রসংশা করতে ভুলেননি শান্ত। তিনি বলেন, ‘ আমাদের জন্য এটা বড় পাওয়া। আমরা ২০০ রানে পিছিয়ে ছিলাম। মিরাজ যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেছিল তাতে আমরা আত্মবিশ্বাস পেয়েছিলাম । এর আগে আমরা এমন পরিস্থিতিতে পড়িনি। ব্যাটার হিসেবে আমাদের নতুন বলের ব্যাটিংয়ের দায় নিতেই হবে।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ১০৬ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩০৮ রান করলে ২০২ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে মিরাজের ৯৭ রানের কল্যাণে সব উইকেট হারিয়ে ৩০৭ তুলতে সক্ষম হন লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে ১০৬ রানের সহজ টার্গেট পান সফরকারীরা। মাত্র ২২.৩ বলে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যমাত্রা অতিক্রম করেন প্রোটিয়ারা।
আরও পড়ুনঃ এল ক্ল্যাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ
ক্রিফোস্পোর্টস/২৪ অক্টোবর ২৪/এইচআই