Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতাতে আইপিএল ভূমিকা রেখেছে: মার্করাম

এইডেন মার্করাম। ছবি: সংগৃহীত

বরাবরই উপমহাদেশের কন্ডিশন স্পিন সহায়ক। স্পিনাররা অনেক সুবিধা পেয়ে থাকে এই অঞ্চলে। উপমহাদেশে স্পিনারদের মোকাবিলা করতে অনেক কঠিন হয় ব্যাটারদের। এ অঞ্চলে বেশিরভাগ ম্যাচগুলো হয় লো-স্কোরিং। ম্যাচ জেতার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে উপমহাদেশে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা, এমনটা জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।

মূলত কয়েক বছরবআইপিএল খেলায় উপমহাদেশের কন্ডিশনে স্পিনারদের খেলার পথ খুঁজে পেয়েছে দক্ষিণ আফ্রিকা দল। আইপিএল খেলে এই কন্ডিশনকে মানিয়ে নিতে কতটা যে কাজে দিয়েছে সেটা অন্তত প্রথম টেস্টে তাইজুল ইসলাম ও নাঈম হাসানদের বিপক্ষে তাদের ব্যাটিংই বুঝিয়ে দিয়েছে।

ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক মার্করাম বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় কন্ডিশন বুঝতে হলে সেই জায়গায় আপনাকে দীর্ঘ সময় থাকতে হবে। আইপিএলে দীর্ঘ সময় থাকতে হয়। প্রায় ২ মাসেরও বেশি। ৩ বছর ধরে খেলা হচ্ছে সেখানে। ৬ মাস এমন কন্ডিশনে ব্যাট করাটাই আমাকে আরও মানিয়ে নিতে সাহায্য করেছে। দক্ষিণ আফ্রিকায় স্পিন ভালো খেলার চেষ্টা করলেও কন্ডিশন সেটা করতে দেয় না। ফলে এমন কন্ডিশনে এলেই ভালোভাবে শিখতে পারবে। আইপিএল অনেক সাহায্য করেছে আমাদের।’

এছাড়াও মেহেদী হাসান মিরাজের প্রসংশা করে এ ব্যাটার বলেন,’ নতুন বল খেলা অনেক কঠিন ছিল ব্যাটার হিসেবে। গতকাল বা তার আগের দিনও তারা দুর্দান্ত জুটি গড়েছে। একটু বল নরম ছিল। উইকেট তুলতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তবে অনেক কৃতিত্ব দিতে হবে তাদের। বিশেষ করে মেহেদী দারুণ খেলেছে। সেঞ্চুরিটা সে ডিজার্ভ করত। অনেক চ্যালেঞ্জ ছিল। তবে আমরা তা মানিয়ে নিয়েছি অনেক পরিশ্রম করে। অবশ্যই বাংলাদেশকে এখানে কৃতিত্ব দিতে হবে।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ১০৬ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩০৮ রান করলে ২০২ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে মিরাজের ৯৭ রানের কল্যাণে সব উইকেট হারিয়ে ৩০৭ তুলতে সক্ষম হন লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে ১০৬ রানের সহজ টার্গেট পান সফরকারীরা। মাত্র ২২.৩ বলে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যমাত্রা অতিক্রম করেন প্রোটিয়ারা।

আরও পড়ুনঃ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচসহ আজকের খেলা (২৫ অক্টোবর ২৪)

ক্রিফোস্পোর্টস/২৫ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট