Connect with us
ক্রিকেট

শুধু স্পিনারদের বল করিয়ে বিরল নজির পাকিস্তানের

Sajid Khan takes wicket vs England
ইংলিশদের বিপক্ষে একাই ৬ উইকেট শিকার করেছেন সাজিদ খান। ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে এক ভিন্নধর্মী নজির গড়ল পাকিস্তান। ইংল্যান্ডের প্রথম ইনিংসে বল করেছে শুধু স্পিনাররা। ৬ বলে ওভার গণনা শুরুর পর থেকে এক ইনিংসে শুধু স্পিনাররা বল করার নজির এই প্রথমবার ঘটল।

আজ (বৃহস্পতিবার) সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয় পাকিস্তান ও ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে প্রথমে ব্যাট করে ২৬৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এদিন পাকিস্তানের হয়ে বল করেছেন চার স্পিনার— সাজিদ খান, নোমান আলী, জাহিদ মাহমুদ ও আগা সালমান। তবে একমাত্র পেসার হিসেবে একাদশে থাকা আমির জামাল কোনো বল করেননি।

চার স্পিনারের মধ্যে একাই ৬ উইকেট শিকার করেছেন সাজিদ খান। এছাড়া নোমাল আলী ৩টি ও জাহিদ মাহমুদ ১টি উইকেট নিয়েছেন। আগা সালমান এক ওভার বল করে কোনো উইকেটের দেখা পাননি।

আরও পড়ুন:

» নিউজিল্যান্ডকে অস্বস্তি দিয়ে দুটি মাইলফলক স্পর্শ আশ্বিনের

» সুন্দরের ৭ উইকেট, গাভাস্কার ‘ভুল’ প্রমানিত 

টেস্ট ক্রিকেটে এমন ঘটনা প্রথমবার ঘটেছিল ১৮৮২ সালে। প্রথম ঘটনাটিও ইংল্যান্ডের বিপক্ষেই ঘটেছিল। সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে এমন নজির গড়েছিল অস্ট্রেলিয়া। দুই স্পিনার জোই পামার এবং এডউইন ইভান্স মিলে ১১৫ ওভার বল করে ইংল্যান্ডকে ১৩৩ রানে অল আউট করে দেয়। অবশ্য তখন ওভার গণনা হতো ৪ বলে।

এদিকে ইংলিশদের ২৬৭ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান। দিনের সমাপ্তির আগে ২৩ ওভারে ৭৩ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ইংল্যান্ডের হয়ে দুই স্পিনার জ্যাক লিচ ও শোয়েব বশির ১টি করে উইকেট নিয়েছেন। এছাড়া পেস অলরাউন্ডার গুস অ্যাটকিনসন নিয়েছেন ১টি উইকেট।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট