নেপালে চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল (বুধবার) ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমির টিকিট কেটেছিল বাঘিনীরা। এবার সাবিনা খাতুনদের সেমির প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে।
সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে ভুটান। আজ (বৃহস্পতিবার) ‘বি’ গ্রুপের সবগুলো ম্যাচ শেষে রানার্সআপ দল হিসেবে সেমিতে উঠেছে ভুটান। এছাড়া গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিতে উঠেছে স্বাগতিক নেপাল।
‘বি’ গ্রুপে আগেই সেমিফাইনাল নিশ্চিত ছিল নেপাল ও ভুটানের। তবে এবার শীর্ষস্থান দখলের লড়াই চলছিল নেপাল ও ভুটানের মধ্যে। নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ১৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থান দখল করে নেয় ভুটান।
আরও পড়ুন:
» শুধু স্পিনারদের বল করিয়ে বিরল নজির পাকিস্তানের
» সবাইকে সাকিবের পাশে থাকার আহ্বান জানালেন মিরাজ
তবে ভুটানের ম্যাচের পরেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে নেপাল। শ্রীলঙ্কার মেয়েদের ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ভুটানের চেয়ে এক গোল ব্যবধানে এগিয়ে যায় নেপাল। এতে ৩ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়েও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে নেপাল।
সর্বশেষ সাফেও সেমিফাইনালে ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে দলটিকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল বাঘিনীরা। চলতি আসরে দুটো দলই এখনও অপরাজিত। তাছাড়া ভুটানও দারুণ ছন্দে রয়েছে। তাই ভুটানের মোকাবিলা করা সাবিনাদের জন্য বেশ কঠিন হবে।
আগামী ২৭ অক্টোবর সাফের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান। বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের ম্যাচের পরেই দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও ভারত।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/বিটি