ভারতের বিপক্ষের টেস্টে হোয়াইটওয়াশ হয়ে ফেরার পর এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগের সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াবে টাইগাররা, তেমনটাই প্রত্যাশা ছিল সকলের। তবে ঘরের মাঠেও ভাগ্য বদলাতে পারেনি শান্তরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরেছে দেড় দিনের খেলা বাকি থাকতেই।
মিরপুর টেস্ট চলাকালে ধারাভাষ্য কক্ষে বসে টাইগারদের পারফরম্যান্স দেখেছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার শন পোলক। ম্যাচ শেষে এবার তিনি কথা বলেছেন নিজেদের খেলা, পরিকল্পনা ও বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে। যেখানে তিনি মনে করছেন ভালো খেলার সামর্থ্য রয়েছে টাইগারদের, তবে তাদের মধ্যে নেই ধারাবাহিকতা।
বাংলাদেশি ব্যাটারদের নিয়ে তিনি বলেন, ‘প্রথম ইনিংসে সাদমান যেভাবে আউট হল, প্রথম উইকেটটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। মুমিনুল রাবাদার বিপক্ষে লড়াই করল। আমি জানি না তাদের দলের পরিবেশ কেমন, তবে যখন আপনি মাঠে খেলতে নামছেন তখন আপনাকে দায়িত্ব নিতে হবে। আমি হয়তো সেরা শটটা খেলতে পারিনি, তবে চেষ্টা করব যেন পরে আবারও এই ভুলটা না করি।’
শন পোলক বলেন, ‘বাংলাদেশের মাঝে সবসময় অনেক সামর্থ্য দেখেছি। বর্তমানে দর্শকরা টেস্টে ধারাবাহিকতা দেখতে চায়। দারুণ কিছু পারফরম্যান্স আছে তাদের। নিউজিল্যান্ডে তারা ম্যাচ জিতেছে, পাকিস্তানে গিয়ে তারা ম্যাচ জিতেছে। তবে একটি বিষয় তাদের মাঝে নেই, তা হল ধারাবাহিকতা। বিশেষ করে হোম কন্ডিশনে আপনাকে আরও ধারাবাহিক হতে হবে।’
আরও পড়ুন:
» ভিনিসিয়ুসের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দুঃসংবাদ পেলেন চারজন
» বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতাতে আইপিএল ভূমিকা রেখেছে: মার্করাম
উইকেট নিয়ে তিনি বলেন, ‘আসলে আমি অনেক টেস্ট ম্যাচ খেলেছি দক্ষিণ আফ্রিকাতে। সেখানে খেলা অন্যভাবে এগিয়েছে। তবে এই পিচ দেখে আসলে মনে হয়নি যে এখানে আগে ব্যাট করা যাবে না। তবে এইডেন মার্করাম আগে ব্যাট করতে চেয়েছেন। উইকেট থেকে হয়ত আরও ভালো কিছু প্রত্যাশা করা হয়েছিল। নতুন বল বাউন্স, টার্ন করেছে অনেক।’
তবে নিজেদের ব্যর্থতার জন্য উইকেটকে দোষ দিতে নারাজ এই সাবেক ক্রিকেটার, ‘উইকেট দিয়ে অত বেশি বিচার করতে চাই না আমি। এটা ভালো লক্ষ্মণ নয়। কারণ আপনি সবসময় উইকেটের উপর নির্ভর করতে পারেন না। হ্যাঁ, এখানে হয়তো আপনি বেশি ম্যাচ খেলেন, তবে এটির কারণেই সমস্যা এমনটা মনে করি না।’
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৪/এফএএস