কম্বোডিয়ায় এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ম্যাকাওকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে ম্যাকাওকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। এ নিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে একাই চার গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এছাড়া জোড়া গোল করেছেন মানিক এবং একটি গোল এসেছে রিফাতের পা থেকে।
এদিন নম পেনের প্রিন্স স্টেডিয়ামে প্রথমার্ধের ৪০তম মিনিটে বাংলাদেশকে প্রথম গোল এনে দেন অধিনায়ক ফয়সাল। বিরতিতে যাওয়ার আগে ১ গোলই দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে ম্যাকাওয়ের জালে গুনে গুনে ৬টি গোল দেয় ফয়সাল-মানিকরা।
আরও পড়ুন:
» রাজনৈতিক ও আর্থিক পরিচিতিই কি বাফুফে সহ-সভাপতি হওয়ার মানদণ্ড!
» অবসরের পর সিএ থেকে সুখবর পেলেন ওয়ার্নার
বিরতির পর প্রথম গোলটি আসে ৬৬ মিনিটের মাথায়। এ গোলটি করেন মানিক। এরপর ৭১ মিনিটে তৃতীয় গোল করেন রিফাত। ৭৪তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান মানিক। পরবর্তী দশ মিনিটে আরো তিন গোলে করেন ফয়সাল। এতে ৭-০ গোলের বিশাল জয় নিয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ।
এর আগে টুর্নামেন্টের শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিক কম্বোডিয়ার কাছে হেরে যায় তারা। তবে পরেই ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় বয়সভিত্তিক এই দলটি।
ম্যাকাওকে হারিয়ে পয়েন্ট তালিকায় কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি এর তিন নম্বরে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে স্বাগতিক কম্বোডিয়া। আগামী রবিবার (২৭ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৪/বিটি