মিরপুর টেস্টে ৭ উইকেটের জয় নিয়ে সিরিজে লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছে প্রোটিয়ারা। কিন্তু প্রথম টেস্টের পর এবার দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না দলটির নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফেরার কথা ছিল বাভুমার। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না এই ব্যাটারের। তার পরিবর্তে যথারীতি অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম।
এর আগে গত আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চোট বাভুমা। ব্যাটিং করার সময় কনুইয়ে আঘাত পান প্রোটিয়া কাপ্তান। চোট গুরুতর হওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। স্ক্যান করার পর তার বাম কনুইয়ে সমস্যা ধরা পড়েছিল। ফলে প্রথম টেস্টের আগে তার পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা না থাকায় দলে রাখা হয়নি তাকে।
আরও পড়ুন:
» কম্বোডিয়ায় ৭ গোলের বড় জয় পেল বাংলাদেশ
» তরুণ আফগান ওপেনারকে দলে নিল রংপুর রাইডার্স
তবে দ্বিতীয় টেস্টের আগে তার সেরে ওঠার সম্ভাবনা থাকায় দলের সঙ্গেই বাংলাদেশ সফর করেন বাভুমা। তবে দ্বিতীয় টেস্টের আগেও সেরে উঠতে পারেননি এই তারকা ব্যাটার। তবে আগামী মাসে শ্রীলঙ্কা সফরের আগে তার সেরে ওঠার প্রক্রিয়া চলমান।
এ প্রসঙ্গে প্রোটিয়া টেস্ট কোচ শুকরি কনরাড জানিয়েছেন, ‘আমরা মেডিক্যাল টিমের কাছ থেকে জানতে পেরেছি সে (বাভুমা) দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত নয়। তবে তার পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকবে যাতে পরবর্তী শ্রীলঙ্কা সিরিজের আগে সে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারে।’
আগামী ২৯ অক্টোবর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৪/বিটি