অল্প বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মরক্কোর ফুটবলার আব্দেল আজিজ বারাদা। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৩৫ বছর। তবে অল্প বয়সে তার আকস্মিক মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মরক্কোর গণমাধ্যমের দাবি, হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা গেছেন এই সাবেই মার্শেই ফুটবলার।
আব্দেল আজিজের অকাল মৃত্যুকে ‘মহা ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন (এফআরএমএফ)।
আব্দেল আজিজ ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব মার্শেইয়ের হয়ে দুই মৌসুম খেলেছিলেন। লিগ ওয়ানের আরেক দল পিএসজিতেও ছিলেন তিনি। তবে দলটি মূল দলে খেলা না হলেও বি-দলের হয়ে খেলেছেন তিনি। এছাড়া লা লিগায় গেটাফের হয়েও দুই মৌসুম খেলেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
আরও পড়ুন:
» দ্বিতীয় টেস্টের আগে প্রোটিয়া শিবিরে দুঃসংবাদ
» এক যুগ পর ঘরের মাঠে সিরিজ হারের শঙ্কায় ভারত
» বিদায় বেলায়ও স্রষ্টাকে স্মরণ করতে ভুলেনি মরক্কোর ফুটবলাররা
আব্দেল আজিজের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাবেক ক্লাব মার্শেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্শেই লিখেছে, ‘অলিম্পিক ডি মার্সেই তার প্রাক্তন খেলোয়াড় এবং মরক্কোর আবদেল আজিজ বারাদার মৃত্যুতে দুঃখিত। ক্লাবটি তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’
পিএসজি শোক প্রকাশ করে এক্সে লিখেছে, ‘পিএসজি আব্দেল আজিজের পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’
আব্দেল আজিজ মরক্কো জাতীয় দলের হয়ে ২৬টি ম্যাচ খেলেন। ২০১১ সালে আফ্রিকা নেশনস কাপে রানার্সআপ হয়েছিল মরক্কো। সেই দলের সদস্য ছিলেন আব্দেল আজিজ।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৪/বিটি