Connect with us
ক্রিকেট

শান্তকে এক ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরানোর পক্ষে বাশার

Habibul Bashar favors removing Shanto from captaincy in one format
শান্তর অধিনায়ক্ব প্রসঙ্গে কথা বলেছেন হাবিবুল বাশার। ছবি- সংগৃহীত

গত বছর ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে চলতি বছর সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ অধিনায়কের। ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারছেন না এই টপ অর্ডার ব্যাটার।

বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পান শান্ত। তবে দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার পারফরম্যান্সে ভাটা পড়েছে। আগের মতো দায়িত্ব নিয়ে ইনিংস লম্বা করতে পারেন না তিনি। তবে কি তিন ফরম্যাটে দায়িত্ব সামলাতে গিয়েই চাপে পড়ছেন এই তারকা!

শান্তর পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় দেশের অনেক ক্রীড়াপ্রেমীরা মনে করেন তাকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া উচিত। কিন্তু এর পক্ষে নন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। তবে শান্তর চাপ কমাতে যেকোনো একটি ফরম্যাটের নেতৃত্ব থেকে তাকে সরানোর পরামর্শ দিয়েছেন বাশার।

আরও পড়ুন:

» অল্প বয়সেই না ফেরার দেশে মরক্কোর ফুটবলার

» এক যুগ পর ঘরের মাঠে সিরিজ হারের পথে ভারত 

আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেছেন বাশার। তিনি বলেন, ‘শান্ত আমাদের সেরা ব্যাটসম্যান। কিন্তু এখন সে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না। অধিনায়কত্ব ওর ওপর চাপ সৃষ্টি করছে কি না সেটাও ভাবার বিষয়। আসলে তিনটা ফরম্যাটে অধিনায়কত্ব করা বেশ চ্যালেঞ্জিং। তবে অধিনায়ক যেই থাকুক, আমরা যদি তাকে সবসময় চাপে রাখি, তাহলে তার কাজটা কঠিন আরো হয়ে যায়। এখন এটা শান্তর সঙ্গে হয়েছে, পরবর্তীতে যে আসবে তার ক্ষেত্রেও হবে। এটাই মনে হয় আমাদের সংস্কৃতি যে, অধিনায়ক হলেই তাকে আমরা চাপে ফেলে দেই।’

তবে এখনই শান্তকে দায়িত্ব থেকে না সরিয়ে আরো সময় দেওয়ার পক্ষে বাশার, ‘শান্তকে তো অধিনায়কত্ব থেকে সরানোই যায়। কিন্তু তার ভাবতে হবে, শান্তর বিকল্প হিসেবে যে আসবে তার সঙ্গেও আমরা এমন করব কি না। তাকেও যদি দায়িত্ব দিয়ে উন্নতি না হলে আবার সরিয়ে দেই, তাহলে পরবর্তীতে আর অধিনায়ক খুঁজে পাওয়া যাবে না।’

তবে শান্তর চাপ কমাতে তাকে যেকোনো একটি ফরম্যাটের দায়িত্ব কমিয়ে দেওয়ার পক্ষে এই সাবেক অধিনায়ক, ‘আমাদের সিনিয়ররা সবাই কম-বেশি চলে যাওয়ায় হাতে খুব একটা অপশনও নেই। বদল করা যেতে পারে। তিন ফরম্যাটে দায়িত্ব পালন করা শান্তর জন্য হয়ত কঠিন হতে পারে। কারণ এখন আমরা প্রচুর ক্রিকেট খেলি। এই চাপ কমানোর জন্য একটা ফরম্যাটে যদি অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায়, তাহলে তো সমস্যা দেখি না। তবে অন্য যাকেই দায়িত্ব দেওয়া হবে, তাকে আমাদের সহযোগিতা করতে হবে।’

ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট