লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আসার পর প্রথম বারের মতো এমএলএস কাপে অংশ নিয়েছে তার দল। আর এই এমএলএস কাপের উদ্বোধনী দিনেই জয় নিয়ে শুভ সূচনা করল মায়ামি। আজ নিজেদের প্রথম ম্যাচে আটলান্টা এফসিকে হারিয়েছে তারা। আর এদিন অনন্য এক নজির করেছেন আর্জেন্টাইন তারকা মেসি।
আজ শনিবার ভোর সাড়ে ৬ টায় এমএলএস কাপের ম্যাচে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। যেখানে আটলান্টা এফসিকে ২-১ গোলে হারিয়েছে মেসিরা। এদিন সতীর্থকে গোল করতে সহায়তা করে নতুন রেকর্ড গড়েছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে সর্বোচ্চ ১৮ অ্যাসিস্ট করলেন তিনি। এছাড়া একমাত্র ফুটবলার হিসেবে ভিন্ন তিন দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড হলো তার।
এর আগে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ২৬৯ অ্যাসিস্ট ও আর্জেন্টিনার হয়ে ৫৭ অ্যাসিস্ট করেছিলেন লিওনেল মেসি। এবার ইন্টার মায়ামির হয়েও সর্বোচ্চ সংখ্যক গোল সতীর্থদের করতে সাহায্য করেন। আজ জর্ডি আলবার করা জয়সূচক গোলে অ্যাসিস্ট করে নতুন এই কীর্তি গড়েন মেসি।
আজ জয়ের ম্যাচে ইন্টার মায়ামির হয়ে গোল করেছেন লুইজ সুয়ারেজ ও জর্ডি আলবা। এদিন ম্যাচের শুরুতে কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের জালে বল জড়ান সুয়ারেজ। ডি বক্সের মধ্যে সতীর্থের বাড়িয়ে দেয়া বল পেয়ে দারুন শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এরপর ম্যাচের প্রথমার্ধেই সমতায় ফেরে আটলান্টা। ম্যাচের ৩৯ তম মিনিটে ডি বক্সের মধ্যে বাড়িয়ে দেওয়া সতীর্থের এক বুদ্ধিদীপ্ত পাস পেয়ে যান সাবা লোভযানিদ। প্রতিপক্ষ ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জোরালো শটে বল জালে জোড়ান এই জর্জিয়ান ফুটবলার।
আরও পড়ুন:
» রিয়াল মাদ্রিদ-বার্সেলানা ম্যাচসহ আজকের খেলা (২৬ অক্টোবর ২৪)
» ভারতকে বিদায় করে ইমার্জিং কাপের ফাইনালে আফগানিস্তান
ম্যাচে বল দখলে এগিয়ে থাকা ইন্টার মায়ামি ফের লিড নেয় দ্বিতীয় আর্ধে এসে। এবার গোল করেন জর্ডি আলবা। ডি-বক্সের অনেক বাইরে পাওয়া একটি বল দূরপাল্লার দারুন শটে জালে জড়ান তিনি। ঝাপিয়ে পড়েও তা ঠেকাতে ব্যর্থ হন প্রতিপক্ষ গোলরক্ষক। আর এই গোলটাই নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল।
এদিন আরো একাধিক চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোন দল। এতে করে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। এটা ছিল বেস্ট অব থ্রি সিরিজ বা প্রথম রাউন্ডের খেলা। এদিকে রেগুলার সিজনে এই আটলান্টার কাছে হারলেও এবার জয় তুলে নিয়েছে মায়ামি।
প্রতি কনফারেন্সে লিগের শীর্ষ ৮ দল খেলে থাকে এই টুর্নামেন্টে। দুই কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষ ৭ দল সরাসরি এমএলএস কাপে সুযোগ পায়। ৮ ও ৯ নম্বর দল নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলে। এই রাউন্ডকে বলা হয় ‘ওয়াইল্ড কার্ড’। সেই ম্যাচে জয়ী দল যোগ দেয় আট নম্বর দল হিসেবে।
এমএলএসের লিগ পর্বে দুই কনফারেন্স মিলিয়ে শীর্ষে থাকায় এমএলএস কাপে খেলার সুযোগ পায় মায়ামি। আজকের জয়ে এমএলএস কাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেসির দল।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৪/এফএএস