Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান

পাকিস্তান টেস্ট দল। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে মুলতানে প্রথম ম্যাচে রীতিমতো নাস্তানাবুদ হয়েছিল পাকিস্তান। এরপর শেষের দুটি ম্যাচে পুরো স্পিন দুর্গ বানিয়ে প্রত্যাবর্তনের গল্প লিখলেন পাক-বাহিনীরা। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে নোমান আলি এবং সাজিদ খানের স্পিন ঘূর্ণিতে উড়ে গিয়ে মাত্র ৩৬ রানের টার্গেট দিয়েছিল ইংলিশরা। ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যমাত্রা অতিক্রম করেন শান মাসুদরা। ফলে ঘরের মাঠে ৩ বছর এবং ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর সিরিজ জিতল পাকিস্তান।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে স্পিন সহায়ক উইকেটের সুযোগ নিয়েছে পাকিস্তান। যদিও ইংল্যান্ড আগে থেকে আভাস পেয়ে স্পিনার বাড়িয়ে স্কোয়াড সাজিয়েছিল। তবে পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলির তান্ডবে দিশেহারা হয়ে পড়েছিলেন জো রুটরা। এ ম্যাচে এই দুজন মিলে ১৯ উইকেট শিকার করেছেন।

এ ম্যাচ জয়ে আরও একটি রেকর্ড গড়লো পাকিস্তান। তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে থেকেও এ নিয়ে দ্বিতীয়বার সিরিজ জিতল পাকিস্তান। ১৯৯৫ সালে তারা প্রথমবার জিম্বাবুয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও সিরিজ জিতে।

২০১৫ সালের পর থেকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জেতার রেকর্ড ছিল না পাকিস্তানের। ৯ বছর পর ইংলিশদের টেস্ট সিরিজ পরাজিত করলেন মোহাম্মদ রিজওয়ানরা। এছাড়াও ঘরের মাঠে টেস্ট সিরিজ জিততেও ৩ বছর অপেক্ষা করতে হয়েছে তাদের।

প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে ১৫২ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচ প্রথমে ব্যাট করতে নামেন ইংলিশরা। সাজিদ ও নোমানের তান্ডবে ২৬৭ রানে গুটিয়ে যান সফরকারীরা। সৌদ শাকিলের সেঞ্চুরিতে সেই রান টপকে পাকিস্তান ৩৪৪ রান তোলে। ফলে ৭৭ রানের লিড পায় শান মাসুদরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১২ রানে রানে পতন হন রুট-বেন স্টকসরা। আজ তৃতীয় দিনে ৭ উইকেট এবং ২৪ রান নিয়ে খেলতে নেমে জো রুটের ৩৩ এবং হ্যারি ব্রুকের ২৬ রান ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। ১১২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে ৩৬ রানের টার্গেট পান স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে বল হাতে ৬ উইকেট শিকার করেন নোমান। আর বাকি চার উইকেট নিজের ঝুলিতে ভরেছেন সাজিদ খান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৪ রানে ফেরেন সাইম আইয়ুব। ক্রিজে নেমেই ৪টি চার ও এক ছক্কায় ৬ বলে ২৩ রান করেন অধিনায়ক শান মাসুদ। ফলে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান।

উল্লেখ্য, মুলতানে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। রাওয়াপিন্ডিতে হওয়া পরবর্তী দুই টেস্টে পাকিস্তানের জয় যথাক্রমে ১৫২ রান ও ৯ উইকেটে। ফলে ২-১ ব্যবধানে তিন বছর পর সিরিজ নিশ্চিত করল পাকিস্তান।

আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত, মনোযোগ দিতে চান ব্যাটিংয়ে

ক্রিফোস্পোর্টস/২৬ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট