উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালের আগের দিন দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশ শিবিরে। অসুস্থতার কারণে অনুশীলনের জন্য দলের সাথে যোগ দিতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন।
আগামীকাল (রোববার) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এরই মাঝে সাবিনার অসুস্থতা দূর ভাবনায় ফেলেছে টাইগ্রেসদের। ম্যাচের আগে অনুশীলনে ছিলেন না এই অধিনায়ক। পরবর্তীতে জানা যাই, জ্বরে ভুগছেন তিনি।
সাবিনার আগে অসুস্থ হয়েছিলেন ডিফেন্ডার আফিদা খাতুন। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। প্রথমে গোল করে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন এই ডিফেন্ডার।
সর্বশেষ সাফেও সেমিফাইনালে ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে দলটিকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল বাঘিনীরা। চলতি আসরে দুটো দলই এখনও অপরাজিত। তাছাড়া ভুটানও দারুণ ছন্দে রয়েছে। তাই ভুটানের মোকাবিলা করা সাবিনাদের জন্য বেশ কঠিন হবে।
আগামীকাল (রোববার) সাফের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান। বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের ম্যাচের পরেই দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও ভারত।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান
ক্রিফোস্পোর্টস/২৬ অক্টোবর ২৪/এইচআই