Connect with us
ফুটবল

প্রথমবার এল ক্লাসিকো খেলবেন এমবাপ্পে: যা বললেন রিয়াল কোচ

কার্লো আনচেলত্তি এবং কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে আজ (শনিবার) রাত ১টায় শুরু হবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। এ ম্যাচে মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ধ্রুপদী এই লড়াইয়ের রোমাঞ্চ প্রথমবার অংশগ্রহণ করতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মনে করেন, প্রথম এল ক্লাসিকোয় নিজের সেরাটাই দেবেন এমবাপ্পে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচই নির্ধারণ লা লিগা শিরোপার চিত্র পরিবর্তন করে দিতে পারে। কেননা ১০ ম্যাচে ৯ জয়ে শীর্ষে থাকা বার্সেলোনা এই ম্যাচ হেরে গেলে এবং রিয়াল জিতলে পয়েন্টে কাতালানদের ছুঁয়ে ফেলবে। বর্তমানে বার্সায় চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে তারা। আর হেরে গেলে বার্সা ৬ পয়েন্ট এগিয়ে যাবে।

রিয়ালের হয়ে ১০ ম্যাচে ৬ গোল করেছেন এমবাপ্পে। এতেও পারফরমেন্সে অসন্তুষ্ট তিনি। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর এমবাপ্পেকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন রিয়াল কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘ ‘আমরা ওকে (এমবাপ্পে) নিয়ে অনেক সন্তুষ্ট। সে গোল করছে দলের জন্য, এটাই অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সেরা ফর্মের জন্য চেষ্টা করছে সে। অবশ্যই সে ভালো করবে। কারণ, ভালো করার সব গুণ তার মধ্যে আছে।’

এমবাপ্পের প্রথম এল ক্লাসিকো হলেও বার্সেলোনা বিপক্ষে অনেক ম্যাচ খেয়েছেন তিনি। এই সম্পর্কে রিয়াল কোচ বলেন,’ তার সেই অভিজ্ঞতা আছে। বার্সেলোনার বিপক্ষে অনেক ম্যাচই খেলেছে। সে ভালো করেই জানে তাকে কী কী করতে হবে। তার খেলার ওপর আমাদের অনেক আত্মবিশ্বাস আছে। আমরাও আত্মবিশ্বাসী সে দলের জন্য বিশেষ কিছু করবে।’

অন্য দিকে দুই দলই এ ম্যাচের পূর্বে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে । ২ গোলে পিছিয়ে পড়েও বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সা তো বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। তাই আনচেলত্তি বার্সার বিষয়ে অনেক সতর্ক আছেন , ‘ওরা অনেক ভালো করছে। ক্লাসিকোর মতো ডার্বিতে ফেভারিট বেছে নেওয়া অনেক কষ্টের। তবে ভাগ্যক্রমে কেউ কিন্তু আমার ঘুম কেড়ে নিতে পারেনি।’

আরও পড়ুনঃ শান্ত অধিনায়কত্ব ছাড়লে দায়িত্ব নিতে পারেন কে?

ক্রিফোস্পোর্টস/২৬ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল