যমজ সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। আফিফ ও তার স্ত্রী নুসরাত জাহানের ঘর আলো করে এসেছে যমজ কন্যা সন্তান।
শনিবার (২৬ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন আফিফ।
ফেসবুক পোস্টে আফিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, আমরা দুটি সুন্দর কন্যা সন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয়েছে। আমরা আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়ে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!’
২০২১ সালের ফেব্রুয়ারিতে নুসরাত জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আফিফ হোসেন।
আরও পড়ুন:
» এক যুগ পর ঘরে মাঠে সিরিজ খোয়াল ভারত
» বেতন পায় না ফুটবলাররা, ‘বিলাসী’ সভা আয়োজনে ব্যস্ত বাফুফে
» সাদা পোশাকের ক্রিকেটে বর্ণহীন বাংলাদেশ
২০১৮ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় আফিফের। এরপর ২০২০ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। বাংলাদেশের জার্সিতে এই দুই ফরম্যাটেই খেলেছেন তিনি। তবে চলতি দীর্ঘদিন ধরেই জাতীয় দলে অনিয়মিত এই ব্যাটার। বাংলাদেশের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে।
বাংলাদেশের হয়ে ৩১টি একদিনের ম্যাচ খেলেছেন আফিফ। যেখানে প্রায় ২৯ গড়ে ৬০০ রান করেছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৬৯ ম্যাচে ২০.৫৩ গড়ে ১১০৯ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। এছাড়া এই দুই ফরম্যাট মিলিয়ে ১৫টি উইকেটও শিকার করেছেন এই তারকা।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৪/বিটি