Connect with us
ফুটবল

মেজর লিগ সকারের ২২ দলের সব ফুটবলারের থেকে বেতন বেশি মেসির

Messi will put a camera on his body to show the field game
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আমেরিকার মেজর লিগ সকারের ২২ দলের ফুটবলারদের থেকে বেশি বেতন পান আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। ইন্টার মায়ামি থেকে প্রতি মাসে প্রায় ২৩০ কোটি টাকার বেশি বেতন পান মেসি। এছাড়াও ভাতা বাবদ প্রায় ২৩০ কোটি টাকাও বেশি পেয়ে থাকেন তিনি।

সব কিছু মিলিয়ে মেসিকে রাখতে প্রতি মাসে ৩৮০ কোটি টাকারও বেশি খরচ করতে হয় মায়ামিকে। সব ফুটবলারের বেতন বাবদ প্রতি মাসে প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে ক্লাবটি। তবে মজার বিষয় হচ্ছে, মেসি ছাড়া মাত্র বাকি সব খেলোয়াড়দের জন্য মাত্র ১১০ কোটি টাকা খরচ করে মায়ামি।

মেসির বেতনের টাকার পুরোটাই বেতন বাবদ পাওয়া টাকা। এর মধ্যে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত টাকা ও পারফরম্যান্স বোনাস এগুলো উল্লেখ নাই । এ টাকা যোগ করলে মেসির বেতন আরও বেশি হবে।

মেজর লিগ লকারের ২২ দলের বেতন মেসির বেতনের কম। টরন্টোকে মাসে ৩৭০ কোটি টাকা খরচ করতে হয়। লস অ্যাঞ্জেলস এফসিকে খরচ করতে হয় ২৬০ কোটি টাকা। এলএ গ্যালাক্সিকে ফুটবলারদের জন্য মাসে খরচ হয় ২৫৫ কোটি টাকা। খুব কাছেই রয়েছে নাশভিল, সিনসিনাটি ও হিউস্টন। এই তিন ক্লাবকে মাসে যথাক্রমে ২৫০ কোটি, ২৪৫ কোটি ও ১৪২ কোটি টাকা খরচ করতে হয়।

মেজর লিগ সকারে সবচেয়ে কম বাজেট মন্ট্রিয়েলের। তাদের মাসে ফুটবলারদের বেতনের জন্য মোট ১২৬ কোটি টাকা খরচ হয়। ফিলাডেলফিয়ার মাসে ১৫০ কোটি ও ডালাসের ১৪৮ কোটি টাকা খরচ হয় মাসে।

আরও পড়ুন: লুইসের ঝোড়ো সেঞ্চুরিতে ১০ ম্যাচ পর জয় ওয়েস্ট ইন্ডিজের

ক্রিফোস্পোর্টস/২৭ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল