শিরোপা ধরে রাখার মিশনে সাফ চ্যাম্পিয়নে ভালোই এগোচ্ছে বাংলাদেশের নারীরা। গ্রুপ পর্বের শেষ খেলায় ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়েছে পিটার জেমস বাটলারের শিষ্যরা। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ১টা ৪৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।
ভুটান ম্যাচে ফোকাস রেখে বাটলার বলেছিলেন, ‘আমি সব সময় বাস্তবতার পক্ষে। শিরোপা জেতা নিয়ে এখনই ভাবতে চাই না। খেলোয়াড়দেরও বলব অতি আত্মবিশ্বাসী না হতে। আমাদের এখনো কঠিন পথ পাড়ি দেয়া বাকি। আপাতত ভুটান ম্যাচটা নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। এরপর না হয় শিরোপা নিয়ে ভাবব।’
আরও পড়ুন:
» রিয়ালের জালে গোল উৎসব বার্সার
» মেজর লিগ সকারের ২২ দলের সব ফুটবলারের থেকে বেতন বেশি মেসির
নেপালের সঙ্গে গোলশূন্য ড্র এবং শ্রীলঙ্কাকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভুটান। অন্যদিকে বাংলাদেশও পাকিস্তানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায় মারিয়ারা।
শুরুর একাদশে রয়েছেন: রুপনা চাকমা (গোলরক্ষক), শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফিদা আক্তার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, সাবিনা খাতুন (অধিনায়ক) ও ঋতুপর্না চাকমা।
বেঞ্চে আছেন: সানজিদা আকতার, সুমাইয়া, কৃষ্ণা রাণী, স্বপ্না খাতুন, মুনকি, রিপা, আইরিন, শামসুন্নাহার জুনিয়র, কিসকু, ইয়েরজান ও মিলি।
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৪/এজে