Connect with us
ফুটবল

ভুটানকে কাঁদিয়ে আবারও সাফের ফাইনালে বাংলাদেশ

SAFF
টানা দ্বিতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

টানা শিরোপা জয় থেকে আর মাত্র এক ম্যাচ দূরে বাংলাদেশ নারী দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠার পর সেমিফাইনালে ভুটারকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে সাবিনা খাতুনরা।

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে তহুরা খাতুনের হ্যাটট্রিক ও সাবিনা খাতুনের জোড়া গোল এবং মাসুরা পারভীন ও ঋতুপর্না চামকার একটি করে গোলের সুবাদে সেভেনআপ জয় পেয়েছে পিটার জেমস বাটলারের শিষ্যরা।

এর আগে গ্রুপপর্বে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র এবং শ্রীলঙ্কাকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভুটান। অন্যদিকে বাংলাদেশও পাকিস্তানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায় মারিয়ারা।

আরও পড়ুন:

» সাফের সেমিফাইনাল: হাফটাইমেই ৫ গোল বাংলাদেশের

» মেজর লিগ সকারের ২২ দলের সব ফুটবলারের থেকে বেতন বেশি মেসির

২০২২ সালের সর্বশেষ আসরে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। ওই শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এবার নেপালের মাটিতে রওনা দিয়েছিলে সাবিনারা। নিজেদের আশাকে ফাইনাল পর্যন্তও নিয়ে গেল। এবার শুধু একটি ম্যাচ জয়ের অপেক্ষা।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে শুরু হওয়া ম্যাচের ৭ মিনিটের মাথায় বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্না চাকমা। ১৫ মিনিটের মাথায় তহুরা খাতুনের গোল। ২৪ মিনিটে দারুণ সুযোগ মিস করে গোলপোস্টে বল লাগান সাবিনা। তবে এর পরের মিনিটেই বল জালে জড়িয়ে আনন্দে ভাসান। ২৫ মিনিটেই স্কোরলাইন ৩-০।

৩৪ মিনিটের সময় তহুরা খাতুনের পা থেকে আসে দ্বিতীয় গোল। স্কোরলাইন দাঁড়ায় ৪-০। ৩৬ মিনিটের সময় গোলরক্ষক রিপনা চাকমার বাড়িয়ে দেয়া ভুটানের ফুটবলারের মাথায় লেগে চলে যায় সাবিনার কাছে। সেই বল এককভাবে বাড়িয়ে দেন জালে। স্কোর লাইন ৫-০। ৪১ মিনিটের দিকে ভুটানের নাম্বার নাইন একটি গোল শোধ দেন। ৫-১ স্কোরলাইনে বিরতির বাঁশি বাজান রেফারি।

আগেই জোড়া গোল পূর্ণ করে রাখা তহুরা বিরতি থেকে ফিরেই হ্যাটট্রিক পূর্ণ করেন। ৫৮ মিনিটে দলীয় স্কোর ৬-১ করেন তিনি। এরপর ম্যাচের ৭২ মিনিটে গিয়ে দারুণ গোলে সেভেনআপ পূর্ণ করেন মাসুরা পারভীন। অন্যদিকে বারবার চেষ্টা করেও বাংলাদেশের জালে আর বল ঢুকাতে পারেনি ভুটানি মেয়েরা।

টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে? সেটা নির্ধারণ হবে সন্ধ্যা পোনে সাতটায় শুরু হওয়া নেপাল-ভারতের ম্যাচের ফলাফলের ভিত্তিতে। নেপাল ও ভারতের ম্যাচে যে জিতবে সে দল আগামী ৩০ অক্টোবর ফাইনাল খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল