সম্প্রতি ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স করায় সর্বশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ড সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক ক্যাপ্টেন বাবর আজমকে। এসময় তাঁকে বাদ দেওয়া ইস্যুতে বোর্ডের (পিসিবি) বিপক্ষে অবস্থান নিয়ে বাবরের পক্ষে কথা বলেন আরেক অভিজ্ঞ ব্যাটার ফখর জামান। ফলে এমন পরিস্থিতির পর এবার ফখরকে বাদ দেওয়া হলো কেন্দ্রীয় চুক্তি থেকে।
আজ রবিবার (২৭ অক্টোবর) ২০২৪-২০২৫ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে পিসিবি। চুক্তির মেয়াদ থাকবে আগামী ১ বছর। যা চলতি বছরের গত ১ জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হবে।
এবারের চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। গতবারের চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে থাকা পেসার শাহীন শাহ আফ্রিদি এবার নেমে গেছে ‘বি’ ক্যাটাগরিতে। এছাড়াও ‘বি’ ক্যাটাগরিতে আছেন বর্তমান টেস্ট ক্যাপ্টেন শান মাসুদ এবং তরুণ পেসার নাসিম শাহ।
নতুন চুক্তিতে ফিরছেন নোমান আলী এবং সাজিদ খান। তাঁরা দুজনই জায়গা পেয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। প্রথমবারের মতো চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে মোহাম্মদ ইরফান খান, উসমান খান, মোহাম্মদ আলি, মোহাম্মদ আব্বাস আফ্রিদি এবং খুররাম শাহজাদকে। তাঁদের সবাইকেই রাখা হয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে।
একনজরে দেখে নেওয়া যাক ক্যাটাগরিভিত্তিক তালিকা:
‘এ’ ক্যাটাগরি : বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
‘বি’ ক্যাটাগরি : শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং শান মাসুদ।
‘সি’ ক্যাটাগরি : শাদাব খান, সাউদ শাকিল, আব্দুল্লাহ শফিক, সালমান আলি আগা, সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলি ও সাজিদ খান।
‘ডি’ ক্যাটাগরি : খুররাম শাহজাদ, মোহাম্মদ ইরফান খান, উসমান খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসিবুল্লাহ, আমের জামাল, কামরান গুলাম, মির হামজা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ আলি এবং মোহাম্মদ হুরাইরা।
আরো পড়ুন : চট্রগ্রাম টেস্ট সামনে রেখে কঠোর অনুশীলনে শান্তরা
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৪/এসআর