সম্প্রতি ধারাবাহিক ভাবে খারাপ পারফর্ম করায় জাতীয় দলের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন বাবর আজমকে। ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ছিল কে হবে বাবরের উত্তরসূরী। এবার সেই গুঞ্জনেরই অবসান ঘটালো পিসিবি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করলো পিসিবি। অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় রিজওয়ানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকে দায়িত্ব বুঝে নিবেন তিনি।
২০২৩ সালের বিশ্বকাপের পর তৎকালীন পিসিবি সভাপতি জাকা আশরাফের চাপে সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। ফলে টেস্ট ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয় শান মাসুদকে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব পান শাহীন শাহ আফ্রিদি। যদিও নতুন সভাপতি মহসিন নাকভির সিদ্ধান্তে এক সিরিজ পরেই শাহীনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং বাবরকে পুনরায় অধিনায়ক করা হয়।
কিন্তু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের নেতৃত্বে চরমভাবে ব্যর্থ হয় পাকিস্তান। শুধু তাই নয় বাবর নিজেও ছিলেন অফফর্মে। ফলে যুক্তরাষ্ট্রের মতো ছোট দলের কাছে ম্যাচ হেরে সুপার এইটের স্বপ্ন ভঙ্গ হয় পাকিস্তানের। দীর্ঘদিন অফফর্মে থাকায় তাঁকে নিয়ে নানা সমালোচনাও হচ্ছে। ফলে আবারও দায়িত্ব থেকে সরে দাঁড়ান বাবর। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদও পড়েছে বাবর।
মূলত বাবরের দায়িত্ব ছাড়ার পর থেকেি কে হবেন বাবরের স্থলাভিষিক্ত সেটা নিয়ে ছিলো নানা প্রশ্ন। তবে আজ সকল প্রশ্নের অবসান ঘটিয়ে নতুন অধিনায়ক হিসেবে রিজওয়ানকে বেঁছে নিয়েছেন পিসিবি। রিজওয়ানের ডেপুটি ঘোষণা করা হয়েছে সালমান আলি আগা কে।
এদিকে আজ একই দিনে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে পিসিবি। এই তালিকায় রয়েছে ২৫ জন ক্রিকেটারের নাম। যা কার্যকর হবে গত ১ জুলাই থেকে। বোর্ডের সাথে দ্বন্দ্বের জেরে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছে ফখর জামান। এবারে চুক্তিতে প্রথমবারের মতো এই তালিকায় স্থান পেয়েছে মোহাম্মদ ইরফান খান, উসমান খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, খুররাম শাহজাদরা। তাদের সবাই ‘ডি’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত।
আগামী নভেম্বর মাসে পাকিস্তানের রয়েছে দুইটা সিরিজ। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে মাঠে নামবে পাকিস্তান। এই দুই সিরিজের মধ্যে অস্ট্রেলিয়া সিরিজে ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় দলে রিজওয়ান থাকলেও। জিম্বাবুয়ে সিরিজে শুধু ওয়ানডেতে দেখা যাবে রিজওয়ানকে।
আরো পড়ুন : সাফের ফাইনাল জিতেই উদযাপন করতে চান ঋতুপর্ণা
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৪/এসআর