ইমার্জিং এশিয়া কাপের এবারের আসরে ৫ ম্যাচে সব কয়টিতেই ফিফটি হাঁকানো। আসরে সব থেকে বেশি ছক্কা। সব থেকে বেশি রান সংগ্রাহক। আফগানিস্তানকে শিরোপা জেতানোর নায়ক। টুর্নামেন্ট সেরা পুরস্কার পাওয়া কে এই সেদিকউল্লাহ অটল?
আফগানিস্তানকে শিরোপা জিতিয়ে রীতিমতো নায়ক বনে গেছেন সেদিকউল্লাহ । আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে তার নাম। তিনি ক্যারিয়ারের সেরা মুহূর্ত কাটিয়েছেন এই টুর্নামেন্টে।
ইতোমধ্যে আফগানিস্তানের জাতীয় দলের হয়ে ৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সিদিকউল্লাহ। যদিও জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত নজর তেমন নজর কাড়তে পারেননি ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ৬ ইনিংসের সব মিলিয়ে মাত্র ৭২ রান করেছেন এই ওপেনার।
তবে ঘরোয়া লিগে এবং আফগানিস্তান এ দলের হয়ে দ্যুতি ছড়িয়েছেন সেদিকউল্লাহ। এখন পর্যন্ত ৪৩টি ম্যাচের ৪২টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬.৮৬ গড়ে ১৪০১ রান সংগ্রহ করেছেন তিনি। হাফ-সেঞ্চুরি করেছেন ১২টি। স্ট্রাইক-রেট ১৩১. ১৭। এবারের আসরে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের সর্বোচ্চ ৯৫ রান করেছেন ডান-হাতি এই ব্যাটার।
এবারের ইমার্জিং এশিয়া কাপে ৫ ম্যাচে ব্যাট করতে নেমেছেন সেদিকউল্লাহ। ৫ ম্যাচেই তুলে নিয়েছেন অর্ধশতক। ১২২.৬৬ গড়ে সংগ্রহ করেন সব থেকে বেশি ৩৬৮ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ বাবর হায়াত। তিনি রান করেছে ১৬২। তার চেয়ে দিগুনেরও বেশি করেছেন সিদিকউল্লাহ। চার মেরেছেন ২৩টি। ছক্কা হাঁকিয়েছেন টুর্নামেন্টের সব থেকে বেশি ১৯টি। ১৪৭.৭৯ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন এই ব্যাটার।
আরও পড়ুন: আফগানিস্তানের নতুন ইতিহাস প্রথমবার ইমার্জিং কাপে চ্যাম্পিয়ন
ক্রিফোস্পোর্টস/২৮ অক্টোবর ২৪/এইচআই