ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর বসেছিল ওমানে। গতকাল (রবিবার) আফগানিস্তান-শ্রীলংকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নেমেছে এবারের আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে লঙ্কারদের ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান।
ইমার্জিং এশিয়া কাপ-২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। গোটা টুর্নামেন্ট জুড়ে দল হিসাবে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আফগানরা। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট সব ম্যাচই নিজেদের সেরাটা দিয়েছেন তারা। সেমিফাইনালে শক্তিশালী ভারতকে ২০ রানে হারিয়ে ফাইনালে টিকিট কেটেছিল আফগানিস্তান। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা আফগানরা ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে।
এবারের আসরে রানার্সআপের পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে শ্রীলঙ্কাকে। ফাইনালে আফগানিস্তানের কাছে ৭ উইকেটের পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া হয়েছে লঙ্কারদের। ফলে রানার্সআপের পুরস্কার নিয়ে ঘরে ফিরেছেন তারা।
আসরের তৃতীয় অবস্থানে আছে ভারত। গ্রুপ পর্বে একটি ম্যাচও না হারা ভারত সেমিফাইনালে আফগানিস্তানের কাছে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছিল। ফলে তৃতীয় অবস্থানে থেকেই আসর শেষ করতে হয়েছে তাদের।
চতুর্থ পুরস্কার নিয়ে এবারে আসর শেষ করেছে পাকিস্তান। সেমিফাইনালে লঙ্গকানদের কাছে সাত উইকেট হেরে ফাইনালে টিকিট কাটা হয়নি পাক-বাহিনীদের।
এবারের আসরে ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার পেয়েছেন আফগানিস্তানের ওপেনার সেদিকুল্লাহ অটল। সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারটিও তার ঝুলিতে ঢুকেছে। ব্যাট হাতে পাঁচ ম্যাচে খেলতে নেমে সব কয়টিতে ফিফটি হাকিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। ১২২.৫০ গড়ে ৩৬৮ রান করেছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার।
প্লেয়ার অব দ্যা ফাইনালের পুরস্কার পেয়েছেন আফগান বোলার মোহাম্মদ গজনফর। সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কান বাটারদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন এই বোলার।
সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কারটি ঢুকেছে লঙ্কান বোলার দুশন হেমন্তের। পাঁচ ম্যাচ সর্বোচ্চ ১৫ টি উইকেট শিকার করেছেন তিনি।
এবারের এবার ইমার্জিং এশিয়া কাপের এ গ্রুপ থেকে বাদ পড়ে বিদায় নিয়েছে বাংলাদেশ এবং হংকং। হংকংকে হারিয়ে শুভ সূচনা করলেও শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লাল সবুজের- প্রতিনিধিরা। এছাড়াও বি গ্রুপ থেকে বাদ পড়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।
আরও পড়ুন: আফগানিস্তানকে শিরোপা জেতানোর নায়ক কে এই সেদিকউল্লাহ?
ক্রিফোস্পোর্টস/২৮ অক্টোবর ২৪/এইচআই