ভারত সফরে ভরাডুবির পর ঘরের মাঠে মিরপুর টেস্টেও করুণ পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। টানা তিন টেস্ট হারের পর এবার চট্টগ্রাম টেস্ট নিয়ে জয়ের বিকল্প কিছু ভাবছে না বাংলাদেশ দল।
দ্বিতীয় টেস্ট সামনে রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল থেকে অনুশীলন করছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আজ দলীয় অনুশীলন শেষে টাইগারদের প্রতিনিধি হিসেবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন আগের ম্যাচের পারফর্মার তাইজুল ইসলাম।
যেখানে তিনি উল্লেখ করেন জয় ব্যতীত আর কোন কিছু ভাবছে না বাংলাদেশ। নিজেদের টার্গেটের কথা উল্লেখ করে তাইজুল বলেন, ‘টার্গেট একটাই থাকবে। জেতার জন্যই খেলব। পরিস্থিতি কী আসে ম্যাচ গড়ালে বোঝা যাবে। দল হয়ে খেলার টার্গেট থাকবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং যে বিভাগই হোক। আমরা জেতার চেষ্টা করব।’
দলীয় পারফর্ম দেখতে চান তাইজুল, ‘প্রত্যেক ম্যাচই অপরচুনিটি। তবে আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না। ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলছে। আমরা যদি পার্টনারশিপ করতে পারি, দুই-একজন সেঞ্চুরির কাছে যেতে পারি টার্গেট বড় হবে। সবাই হার্ড ওয়ার্ক করছে, মন থেকে চাচ্ছে। এই ম্যাচে সবাই ভালো কিছু করার চেষ্টা করব।’
আরও পড়ুন:
» পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন কার্স্টেন
» অধিনায়কত্বের সুযোগ পেলে দায়িত্ব নিতে প্রস্তুত তাইজুল
এদিকে দ্বিতীয় টেস্টের একাদশ ও কম্বিনেশন কেমন হবে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনও সেভাবে বলা হয়নি। সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কাল ম্যাচ, কোন একাদশ খেলবে কালই জানতে পারব। ‘আমি টিমমেট হিসেবে বলতে পারি। তবে কোচ, ক্যাপ্টেন, দলের পরিকল্পনা থাকে। এখনও জানি না কী করবে। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট আগামীকাল সকাল ১০ টায় শুরু হবে। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে ১৫ টেস্ট খেলেছে টাইগাররা। যার মধ্যে ২ ম্যাচ হয়েছে ড্র, আর বাকি টেস্টে জয় পেয়েছে কেবল দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন দেখছে লাল সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৪/এফএএস