Connect with us
ক্রিকেট

১১ জনকেই অধিনায়কের দায়িত্ব দেওয়ার পরামর্শ আশরাফুলের

মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত

সম্প্রতি সমালোচনার মুখে পড়ে তিন ফরমেটের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চাচ্ছেন নাজমুল হাসান শান্ত। এরই মধ্যে গুঞ্জন উঠেছে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে হবেন। অধিনায়ক নির্বাচনের বিষয় একাদশে থাকা প্রতিটি ক্রিকেটারকেই অধিনায়ক করার পরামর্শ দিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

মূলত দল হারলেই সমালোচনার তীর ধেয়ে আসে অধিনায়কের উপর। দলের ব্যর্থতার দায় ভার অনেকটাই অধিনায়ক কে নিতে হয়। অনেকেই অধিনায়ক পরিবর্তনেরও পরামর্শ দেন। গত দুই বছরে ৭ অধিনায়ক পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কে ঘিরে জটিলতা অনেক আগে থেকেই রয়েছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল মনে করেন, ক্রিকেটারদের চাপমুক্ত রাখতে প্রতি ম্যাচে একেকজনকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া উচিত বাংলাদেশের। এতে ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা বাড়বে এবং সবাই চাপমুক্ত থাকবে।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইট কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক নির্বাচনের বিষয়ে আশরাফুল বলেন, ‘একাদশে থাকা প্রতিটা খেলোয়াড়কে ক্যাপ্টেন দিতে পারেন। প্রতিটি ম্যাচে একেকজনকে ক্যাপ্টেন দিলে ঐ চাপ আর থাকবে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশে প্রতি ম্যাচে একজন করে ক্যাপ্টেন থাকলে ভালো। এতে যারা ক্যাপ্টেন না তারাও অধিনায়কত্বের চাপ বুঝতে পারবে।’

বাংলাদেশ দলের অধিনায়কত্ব সামলানোর অভিজ্ঞতা আছে আশরাফুলের। নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমি যে সময় অধিনায়ক ছিলাম ওই সময় আমার কাছে এটা মনে হয়েছিল। প্রতি ম্যাচে একজন ক্যাপ্টেন হলে ভালো। একজন ক্যাপ্টেন সবসময় না থেকে… আজকে আমি, কালকে তুমি, এভাবে করলে প্রতিটি ক্রিকেটার বুঝতে পারবে ক্যাপ্টেনের ওপর কতটা চাপ যায়।’

আসলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম টেস্টে ঘরের মাঠে রীতিমতো লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। এর আগে ভারতের কাছে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। এতেই প্রশ্ন উঠেছে অধিনায়কত্ব ঘিরে। শান্ত অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চাইলে বিভিন্ন আলোচনা চলছে পরবর্তী অধিনায়ক নিয়ে।

আরও পড়ুন: চট্টগ্রাম টেস্টে জয়ের বিকল্প কিছু ভাবছে না বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৮ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট