অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব হারালেন এরিক টেন হাগ। গত মৌসুমে ব্যর্থতার পরও চলতি মৌসুমে তাকে রেখে দিয়েছিল রেড ডেভিলসরা। তবে নতুন মৌসুমেও তার অধীনে ছন্দহীন ইউনাইটেড। যার কারণে তাকে বরখাস্ত করেছে ক্লাবটি।
আজ সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে টেন হাগকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ রুড ফন নিস্টেলরয়।
টেন হাগকে বরখাস্তের বিবৃতিতে ইউনাইটেড লিখেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন এরিক টেন হাগ।’
আরও পড়ুন:
» এবার দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে খেলা অনিশ্চিত সাকিবের
» চট্টগ্রাম টেস্ট : একদিন আগে দলে পরিবর্তন আনল বিসিবি
ডাচ ক্লাব আয়াক্সে দুর্দান্ত সাফল্যের পর ২০২২ সালের এপ্রিলে টেন হাগকে নিয়োগ দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তার অধীনে প্রথম মৌসুমে উন্নতির মুখ দেখেছিল ক্লাবটি। তার আগের কোচ রালফ র্যাংনিকের অধীনে টেবিলের ছয়ে থেকে ২০২১-২২ মৌসুম শেষ করেছিল ক্লাবটি। এরপর তার অধীনে ২০২২-২৩ মৌসুম শেষে টেবিলের তিনে ছিল রেড ডেভিলসরা। সে মৌসুমে বড় কোনো শিরোপা না জিতলেও কারাবাও কাপ জিতেছিল দলটি।
তবে গত মৌসুমে বেশ বাজে পারফরম্যান্স করেছে ম্যানইউ। লিগ টেবিলের আটে থেকে মৌসুম শেষ করেছিল তারা। দলের একমাত্র সাফল্য ছিল এফএ কাপ। তবে এ নিয়ে সন্তুষ্ট ছিল না রেড ডেভিলস সমর্থকরা। মৌসুমে শেষেই তার বিদায় প্রত্যাশা করেছিলেন অনেকে। তবে ক্লাবটি এ মৌসুমের জন্যও সুযোগ দেয় হাগকে।
কিন্তু এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এই ডাচ কোচ। চলটি মৌসুমের আরো বাজে সময় পার করছে ম্যানইউ। লিগের প্রথম ৯ ম্যাচের চারটিতেই হেরেছে তারা। এর বিপরীতে ৩টি জয় ও ২টি ড্র করেছে তারা। এতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে দলটি।
টেন হাগের অধীনে ১২৮ ম্যাচে ৭২ জয়ের বিপরীতে ৩৫ হার ও ২০ ম্যাচে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। একটি কারাবাও কাপ ও এফএ কাপ ছাড়া আর কোনো সাফল্য বয়ে আনতে পারেননি ৫৪ বছর বয়সী এই ডাচ কোচ।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৪/বিটি