Connect with us
ফুটবল

রাতে ব্যালন ডি’অর অনুষ্ঠান, সরাসরি দেখবেন যেভাবে

Ballon d'Or
ব্যালন ডি’অর। ছবি- সংগৃহীত

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। প্রতি বছর ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক বর্ষসেরা ফুটবলারকে এই পুরস্কারটি প্রদান করা হয়। গত বছর এই পুরস্কারটি জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে এ বছর কার হাতে উঠতে যাচ্ছে এই পুরস্কারটি? উত্তর মিলবে আজ রাতেই।

আজ সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে (১ টা ৪৫ মিনিট) প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানে ২০২৪ ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ২০২৪ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। যেখানে গত ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর।

আরও পড়ুন:

» ভিনিসিয়ুস নয়, রদ্রির হাতেই উঠছে ব্যালন ডি’অর!

» লাল ও সাদা বলের ক্রিকেটে ভিন্ন অধিনায়ক চান নান্নু

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদ থেকে সবচেয়ে বেশি ৭ জন ফুটবলার স্থান পেয়েছে। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল থেকে জায়গা পেয়েছেন ৪জন করে। এছাড়া বায়ার লেভারকুসেন থেকে ৩ জন এবং বার্সেলোনা, ইন্টার মিলান ও রোমা থেকে ২ জন করে জায়গা করে নিয়েছেন।

তবে ২০২৪ ব্যালন ডি’অর জয়ে প্রতিদ্বন্দ্বী হবে মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস ও সিটি তারকা রদ্রির মধ্যে। তবে গুঞ্জন রয়েছে, এবারের পুরস্কারটি উঠতে যাচ্ছে রদ্রির হাতেই। আর কয়েক ঘণ্টা বাদেই বিজয়ীর নাম জানা যাবে।

২০২৪ ব্যালন ডি’অর অনুষ্ঠানে ব্যালন ডি’অর জয়ী পুরুষ এবং নারী ফুটবলার, বর্ষসেরা তরুণ ফুটবলার (কোপা ট্রফি), বর্ষসেরা গোলকিপার (ইয়াশিন ট্রফি), সর্বোচ্চ গোলদাতা (গার্ড মুলার ট্রফি), বর্ষসেরা পুরুষ কোচ, বর্ষসেরা নারী কোচ, ছেলেদের বর্ষসেরা ক্লাব এবং মেয়েদের বর্ষসেরা ক্লাব, বর্ষসেরা মানবিক কাজ (সক্রেটিস অ্যাওয়ার্ড) জয়ীর নাম ঘোষণা করা হবে।

ব্যালন ডি’অর অনুষ্ঠান সরাসরি দেখা যাবে সনি লিভ এবং সনি স্পোর্টস ২ চ্যানেলে।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল