দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। প্রথম টেস্টে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় টাইগাররা। এবার চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে নাজমুল হোসেন শান্তর দল?
চট্টগ্রাম টেস্টের আগের দিন স্কোয়াডে একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম টেস্ট খেলা জাকের আলী অনিক চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। সেক্ষেত্রে জাকেরের জায়গায় একাদশে নতুন মুখ আসবে।
মিরপুর টেস্টে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। স্পিনারদের পাশাপাশি পেসাররাও সফল ছিল। তবে বাংলাদেশ তিন স্পিনারের বিপরীতে কেবল এক পেসার নিয়ে মাঠে নেমেছিল। যা অনেকটা ভুগিয়েছে স্বাগতিকদের। তাই দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে সঙ্গ দিতে রাখা হতে পারে আরেকজন পেসার। এক্ষেত্রে স্পিনার নাঈম হাসানের পরিবর্তে পেসার নাহিদ রানাকে একাদশে দেখা যেতে পারে।
আরও পড়ুন:
» রাতে ব্যালন ডি’অর অনুষ্ঠান, সরাসরি দেখবেন যেভাবে
» লাল ও সাদা বলের ক্রিকেটে ভিন্ন অধিনায়ক চান নান্নু
তবে জাকেরের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন ওপেনার জাকির হাসান। তবে বাড়তি কোনো ব্যাটার না খেলালে নাঈম হাসান ও নাহিদ রানা দুজনকে একসঙ্গে একাদশে দেখা যেতে পারে।
আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের একাদশ (সম্ভাব্য): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৪/বিটি