Connect with us
ফুটবল

ব্যালন ডি’অর ২০২৪: কে জিতলেন কোন পুরস্কার

Ballon d'or night all awards
ব্যালন ডি'অরের রাতের সব পুরস্কার। ছবি- সংগৃহীত ও সম্পাদিত

দীর্ঘ ৬৪ বছর পর স্প্যানিশ কোন ফুটবলারের হাতে এবার উঠেছে ব্যালন ডি’অর। ব্যক্তিগত বিশেষ এই সম্মাননা জয়ের দৌড়ে প্রথমে ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়রের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তা গিয়েছে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজের হাতে। ভিনি ব্যালন না পেলেও তার ক্লাব রিয়াল মাদ্রিদে গিয়েছে একাধিক পুরস্কার।

বেশ কিছুদিন যাবত গুঞ্জন ছিল ভিনিসিয়ুস জুনিয়রের হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর। শেষ পর্যন্ত তিনি পাচ্ছেন না, এমন খবর পাওয়ার পর ফ্রান্সের এই অনুষ্ঠান বয়কট ও প্যারিসের ফ্লাইট বাতিল করে রিয়াল মাদ্রিদ। ফলে তালিকায় থাকা ভিনি, দানি কারভাহাল, কিলিয়ান এমবাপ্পে ও কোচ আনচেলত্তির পা পড়েনি জমকালো এই আয়োজনে।

ফ্রান্স ফুটবল সাময়িকীর জুরি বোর্ডে সর্বোচ্চ ভোট পেয়ে বিশেষ এই পুরষ্কার নিজের করে নিয়েছেন রদ্রি। এতে তিনি পেছনে ফেলেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিনিসিয়ুস জুনিয়রকেই। এদিন মঙ্গলবার রাতে নারী-পুরুষ উভয় ব্যালন ডি’অর ছাড়াও একাধিক ব্যক্তিগত ও দলীয় পুরস্কার প্রদান করেছে ফ্রান্স ফুটবল সাময়িকীটি।

Rodri won Ballon D'or

ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি।

এদিকে নারীদের মধ্যে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রির স্বদেশি বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড আইতানা বোনমাতি। এছাড়া গেল ইউরোর সেরা উদীয়মান ফুটবলার লামিনে ইয়ামাল এখানেও জিতেছেন কোপ ট্রফি বা উদীয়মান তারকা পুরস্কার। সেরা গোলরক্ষকের ইয়াসিন ট্রফি পেয়েছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ।

আরও পড়ুন:

» সকল জল্পনার অবসান ঘটিয়ে রদ্রির হাতেই উঠল ব্যালন ডি’অর

» চট্টগ্রাম টেস্টসহ আজকের খেলা (২৯ অক্টোবর ২৪)

» নিউজিল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা কে এই অ্যামেলিয়া?

এদিকে রিয়াল মাদ্রিদ প্যারিসে অনুষ্ঠিত এই আয়োজন বয়কট করলেও তাদের দখলে গিয়েছে একাধিক পুরস্কার। পুরুষদের বর্ষসেরা ক্লাব হিসেবে নাম উঠেছে রিয়াল মাদ্রিদের। আর নারী ক্লাব বার্সেলোনা। এছাড়া বর্ষসেরা কোচ হয়েছেন রিয়াল বস কার্লো আনচেলত্তি। আর নারী কোচ চেলসির এমা হায়েস।

ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর না পেলেও তার রিয়াল মাদ্রিদ সতীর্থ কিলিয়ান এমবাপ্পে জিতেছেন গার্ড মুলার ট্রফি। গেল মৌসুমে সর্বোচ্চ ৫২ গোল করে এই পুরস্কার পান তিনি। সমান সংখ্যক গোল করে এমবাপ্পের সঙ্গে পুরস্কার ভাগাভাগি করেছেন হ্যারি কেইন। এছাড়া মানবিক কাজ বিচারে সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছেন স্পেনের জেনি হারমোসো।

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল