ঢাকা বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগ চলাকালেই সুখবর পেয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। মূলত মিরপুর টেস্টে অভিষেক হওয়া জাকের আলী অনিকের ইনজুরিতে কপাল খুলেছিল অঙ্কনের। এবার চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়ে গেল তার।
বাংলাদেশের ১০৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন অঙ্কন। আজ থেকে মাঠে গড়িয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের চট্টগ্রাম টেস্ট। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মত জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন মহিদুল ইসলাম অঙ্কন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মমিনুলের হাত থেকে অভিষেক ক্যাপ পড়েছেন এই ক্রিকেটার।
এদিকে গতকাল থেকে জ্বরে ভুগছেন লিটন কুমার দাস। তাই চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না তিনি। এই সুযোগে উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়িয়েছেন অঙ্কন। এর আগে বিকেএসপিতে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় ঢাকার অধিনায়কত্ব করছিলেন অঙ্কন। তবে জাতীয় দলে ডাক পাওয়ায় সেখানে ব্যাটিং করার সুযোগ পাননি তিনি।
আরও পড়ুন:
» অঙ্কনের অভিষেকসহ একাদশে ৩ পরিবর্তন, ফিল্ডিংয়ে বাংলাদেশ
» ব্যালন ডি’অর ২০২৪: কে জিতলেন কোন পুরস্কার
» ঘরের মাঠে দ্রুত উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়লো ভারত
তবে প্রথম রাউন্ডের ম্যাচে সিলেটের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়েছিলেন তিনি। খেলেছিলেন ১১৮ রানের ম্যাচ সেরা ইনিংস। এছাড়া গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন অঙ্কন। যেখানে টুর্নামেন্টের ফাইনালে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। সেই আসরে এক ফিফটিও দেখা যায় অঙ্কনের ব্যাটে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত ৪৩ ম্যাচ খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। যেখানে ৩০.৬৯ গড়ে ৩ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে অঙ্কনের রান সংখ্যা ১ হাজার ৯৩৪। ২০১৮-১৯ ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির শীর্ষ রান সংগ্রাহক ছিলেন তিনি। এর অগে ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছিলেন অঙ্কন।
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/এফএএস