Connect with us
ক্রিকেট

ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াতে মুম্বাই টেস্টে যে পরিকল্পনা ভারতের

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

সম্প্রতি নিজেদের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে রীতিমতো উড়তেছিলো ভারত। তবে পরের সিরিজেই উড়তে থাকা সেই ভারতকেই টেনে হিঁচড়ে মাটিতে নামিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে হেরে এক যুগ পরে ঘরের মাঠে সিরিজ হারের তিক্ত স্বাদ পেয়েছে ভারত। এবার লক্ষ্য ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানো।

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে হেরে ২-০ তে পিছিয়ে রয়েছে ভারত। ইতোমধ্যেই হাতছাড়া হয়েছে সিরিজটাও। কিন্তু এখন পালা মান বাঁচানোর। ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াতে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের ধরে রাখতে চাইলে মুম্বাইয়ের ওয়াংখড়েতে জয় ছাড়া বিকল্প নাই ভারতের কাছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে চাইলে এই টেস্ট জিততেই হবে ভারতকে। সেজন্য রীতিমতো গুছিয়েই মাঠে নামবে ভারত। ম্যাচ জয়ের লক্ষ্যে ওয়াংখড়ে স্টেডিয়ামে আনা হয়েছে বড় পরিবর্তন।

বেঙ্গলুরুতে প্রথম টেস্টে পেসারদের দাপটের পর পুনে টেস্টে ছিল স্পিনারদের দাপট। তবে মুম্বাইতে নিউজিল্যান্ডকে পরাজিত করতে নতুন ভাবে পিচ তৈরির পরিকল্পনা করছে ভারতের। মুম্বাইয়ের পিচ হবে ব্যাটিংবান্ধব, যেখানে সুবিধা পাবে ব্যাটাররা।

রিপোর্ট অনুযায়ী মুম্বাইয়ের পিচে ঘাসের উপস্থিতিও থাকবে। দ্বিতীয় দিনের খেলার আগে পিচ থেকে কোনো সাহায্য পাবে না স্পিনাররা।

মুম্বাই ক্রিকেট সংস্থা থেকে জানানো হয়েছে যে, ‘স্পোর্টিং পিচ হবে। সেখানে কিছুটা ঘাস থাকবে। দ্বিতীয় দিনে এসে স্পিনাররা কিছুটা সুবিধা পাবে।’

ভারত ওয়াংখড়ের মাঠে শেষবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ২০২১ সালের ডিসেম্বরে। সেই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয় কিউইরা। ২য় ইনিংসে করে ১৬৭ রান। রবীচন্দ্রন অশ্বিন নিয়েছিলো ৮ উইকেট। উক্ত ম্যাচে নিউজিল্যান্ড হেরেছিল ৩৭২ রানের বিশাল ব্যবধানে।

দল ম্যাচ হারলেও ইতিহাস সৃষ্টি করেছিলো কিউই স্পিনার এজাজ প্যাটেল। ১ম ইনিংসে একাই শিকার করেছিলেন ১০ উইকেট এবং ২য় ইনিংসে নিয়েছেন আরও ৪ টি উইকেট। তবুও হারতে হয় নিউজিল্যান্ডকে। মুম্বাই টেস্টে ৩ বছরের পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে হলে আর কোনো বিকল্প নেই রোহিত-কোহলিদের।

আরো পড়ুন : চট্টগ্রাম টেস্ট : দুই সেঞ্চুরিতে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট