Connect with us
ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি মিরাজের

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের দ্বিতীয় সাকিব আল হাসান বলা হয় মেহেদী হাসান মিরাজকে। সেই কথাকেই যেন প্রমাণে অবিচল রয়েছেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের শেষ ম্যাচ হয়তো ইতোমধ্যেই খেলেছেন ফেলেছেন। বাংলাদেশের হয়ে আর কখনও হয়তো তাঁকে টেস্টে মাঠে দেখা যাবে না। দীর্ঘদিন টেস্টে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষ পর্যায়ে অবস্থান করছিলেন। তবে ধীরে ধীরে সেখান থেকেও সরে যাবে এবার তাঁর নাম। ঠিক এই সময়েই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

সম্প্রতি পাকিস্তানের মাটিতে তাঁদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেখানে ব্যাটে-বলে উভয় দিক থেকে উজ্জ্বল ছিল মেহেদী হাসান মিরাজ। এরই ফলস্বরুপ এবার টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সেরা তিনে উঠে এসেছে এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ব্যাট হাতে অনুজ্জ্বল থাকলেও বল হাতে ছিলেন কার্যকরী। সবশেষে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম টেস্টে ৯৭ রানে ২ উইকেট পেয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেন মিরাজ।

আজ (বুধবার) আইসিসির হালনাগাদ র্যাংকিংয়ে ২ ধাপ এগিয়ে ৫ম স্থান থেকে ৩য় স্থানে উঠে এসেছে মিরাজ। এদিকে ১ ধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে গেছেন সাকিব আল হাসান। মিরাজের এখন হালনাগাদ রেটিং পয়েন্ট হলো ২৯৪। টেস্টের র্যাংকিংয়ের প্রথম ও দ্বিতীয় রয়েছে রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিন।

তবে টেস্ট ক্রিকেটের বোলার র্যাংকিংয়ে কিছুটা পিছিয়েছে মিরাম। ২ ধাপ পিছিয়ে অবস্থান করছে ২১ নম্বরে। কিন্তু ব্যাটার র্যাংকিংয়ে হয়েছে উন্নতি। ৯ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৬৩ নম্বরে। এছাড়াও ব্যাটিং র্যাংকিংয়ে পিছিয়েছে মুশফিক, লিটন, মুমিনুল, এবং শান্তরা। একধাপ পিছিয়ে মুশফিক আছেন ২৬ নম্বরে, ৫ ধাপ করে পিছিয়ে লিটন ও শান্ত আছে যথাক্রমে ৩৩ ও ৫৩ নম্বরে, ৬ ধাপ পিছিয়ে মুমিনুল রয়েছে ৪৮ এ এবং মাহমুদুল হাসান জয়ের উন্নতি হয়েছে ৯ ধাপ। অবস্থান করছেন ৭৫ নম্বরে।

এদিকে টেস্ট র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষ দুইয়ে রয়েছন জো রুট এবং কেন উইলিয়ামসন। তিন নাম্বারে উঠেছেন যশস্বী জয়সওয়াল এবং এক পিছিয়ে ৪ নম্বরে আছেন হ্যারি ব্রুক। ২০ ধাপ এগিয়ে ৭ এ অবস্থান করছে সৌদ শাকিল। ৮ ধাপ এগিয়ে ১০ এ রাচিন রবীন্দ্র এবং ১৪ ধাপ এগিয়ে ৩২ এ উঠে এসেছে কাইল ভারাইনে।

এদিকে টেস্ট র্যাংকিংয়ের বোলারদের তালিকায় বাংলাদেশের তাইজুল ইসলাম ৩ ধাপ এগিয়ে ১৮ তম, হাসান মাহমুদ একধাপ এগিয়ে ৪৬ তম অবস্থানে রয়েছেন। নাঈম হাসান ১১ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ৫৫ তম অবস্থানে। এছাড়াও মিরপুরে ৯ উইকেট নিয়ে বড় লাফ দিয়ে র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন কাগিসো রাবাদা। জশ হ্যাজেলউড একধাপ এগিয়ে দুইয়ে অবস্থান করছেন। জাসপ্রিত বুমরাহ ও অশ্বিন একধাপ করে পিছিয়ে যথাক্রমে তিন ও চারে অবস্থান করে। ৯ ধাপ এগিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের নোমান আলি।

আরো পড়ুন : শান্তর অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সম্পর্কে যা বললেন ফারুক আহমেদ

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট