Connect with us
ফুটবল

দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলাদেশ

SAFF Women's Championship Final 2024
সাফের শিরোপার সঙ্গে দুই দলের অধিনায়ক। ছবি- সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ ও নেপাল। সর্বশেষ ২০২২ আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। দুই বছর পর নেপালের কাঠমান্ডুতে সেই একই ভেন্যুতে ফাইনালের মঞ্চে লড়াই করবে এই দুই দল।

চলতি টুর্নামেন্টে এখনো অপরাজিত বাংলাদেশ ও নেপাল। দুই দলই নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছিল। সেমিতে ভুটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের বিপক্ষে নানা নাটকীয়তার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।

গত আসরে প্রথম শিরোপা ঘরে তুলে ছাদখোলা বাসে সংবর্ধনাও পেয়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। প্রথমবার এমন দৃশ্যের সাক্ষী হয়েছিল বাংলাদেশের ভক্তরাও। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে পুরোনো সেই স্মৃতি মনে করিয়ে দিলেন দিয়েছেন সানজিদা আক্তার। একই সঙ্গে এবারের শিরোপাও ঘরে তোলার লক্ষ্যের কথা জানিয়েছেন এই মিডফিল্ডার।

আরও পড়ুন:

» আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

» ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াতে মুম্বাই টেস্টে যে পরিকল্পনা ভারতের 

মঙ্গলবার (২৯ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়েছেন সানজিদা লিখেছেন, ‘২০২২ সালে ছাদখোলা বাসে উদযাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিল প্রথম, আমাদের জন্যও ছিল অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিলো, একইসাথে তপ্ত রোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে।’

‘আগেরবার যেটি ছিল প্রথমবার অর্জনের চেষ্টা, সেটিই এবার ধরে রাখার মিশন। দায়িত্ব বেড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাজই এটা। স্বাগতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের মাঠ, আবার সেই প্রতিপক্ষের চেনা দর্শকদের সামনে আমরা খেলতে যাচ্ছি। অবশ্যই সেটি আমাদের জন্য চ্যালেঞ্জের। তবে আমরা সদা আত্মবিশ্বাসী ও দেশমাতৃকার নিকট প্রতিজ্ঞাবদ্ধ।’

‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডের প্রেষণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন ও দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ্য হতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’

আগামীকাল বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফের ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল