Connect with us
ফুটবল

যে কারণে ভিনিসিয়ুসের হাতে উঠেনি ব্যালন ডি’অর

Vinicius Jr-Rodri
ভিনিসিয়ুর জুনিয়র-রদ্রি। ছবি- সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ ব্যালন ডি’অর জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি। যা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকের মতে, ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার।

গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, ভিনিসিয়ুসের হাতেই উঠবে এবারের ব্যালন ডি’অর। তবে প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে শুরু হয় নাটকীয়তা। স্প্যানিশ সংবাদমাধ্যমে জানানো হয়, রিয়াল মাদ্রিদের কেউই প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগ দেবেন না। তারা জানতে পেরেছিল, ভিনি এবার ব্যালন ডি’অর জিতবে না। সে কারণে তারা অনুষ্ঠান বয়কট করেছে।

পরবর্তীতে সেটাই সত্যি হয়েছে। প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ থেকে কেউ যোগ দেননি। আর ব্যালন ডি’অরও জিতেছেন রদ্রি। আর দ্বিতীয় হয়েছেন ভিনিসিয়ুস। এছাড়া তিন ও চারে ছিলেন তার দুই সতীর্থ জুড বেলিংহাম ও দানি কার্ভাহাল।

আরও পড়ুন:

» চট্টগ্রামে জয়ের লক্ষ্য নিয়েই খেলছে বাংলাদেশ

» ব্যালন ডি’অর ২০২৪: কে জিতলেন কোন পুরস্কার

ব্যালন ডি’অর না পাওয়ার কারণ হিসেবে ভিনিসিয়ুস মনে করছেন, বর্ণবাদের প্রতিবাদ করায় তাকে এ পুরস্কারটি দেওয়া হয়নি। তবে এ নিয়ে মুখ খুলেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের সঙ্গে আলাপে ফ্রান্স ফুটবল- এর প্রধান সম্পাদক ভাঁনসা গাসসিয়া ভিনির হাতে বর্ষসেরার পুরস্কারটি না ওঠার ব্যাখ্যা দিয়েছেন। গাণিতিক মারপ্যাচের কারণে জেতা হয়নি ভিনির। সেরা চারে রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় থাকায় পয়েন্ট কমেছে ভিনিসিয়ুসের।

ভাঁনসা গাসসিয়া বলেন, ‘গাণিতিকভাবে তারা (বেলিংহাম ও কার্ভাহাল) কিছু পয়েন্ট নিয়ে গেছে। এবার রিয়াল মাদ্রিদের তিন বা চারজন খেলোয়াড় বিশ্বের সেরাদের মধ্যে স্থান পেয়েছে। এজন্য জুরিরা তাদের ভোট রিয়ালের খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দিয়েছে, যে কারণে ভিনির চেয়ে এগিয়ে গেছে রদ্রি।’

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল