চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সব সংস্করণে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যক্তিগত পারফরমেন্সে ভাটা পড়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তর। দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন এই কাপ্তান। এতে বিভিন্ন সমালোচনার মুখে পড়ছেন তিনি। চলতি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা রান খরায় ভুগছেন এই ব্যাটর। এরই মধ্যে সব সংস্করণ থেকে অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন উঠেছে শান্তর।
মূলত ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চাচ্ছেন শান্ত। চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অধিনায়কত্বের অবসান ঘটটে পারে এই বাহাতে ব্যাটারের।
আজ (বুধবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ড সভার পূর্বে নাজমুল হাসান শান্তর অধিনায়কত্ব ছাড়ার সম্পর্কে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন,’ আমি জানিনা কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে নাজমুল এই সম্পর্কে কথা বলেছে কি না। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে অনেক সময় ওদের অনেক চাপ সৃষ্টি করে। যে কোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো। যদি ছাড়তে চায় বা এমন কিছু মনে করে তাহলে সরাসরি অপারেশন বিভাগ কিংবা পরিচালক বা বোর্ড সভাপতিকে জানাতে পারে।’
কোচ এবং দলের সঙ্গে আলোচনা করে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে আলোচনা করে জানাতে চেয়ে ফারুক আহমেদ বলেন,’ যদি সে অধিনায়কত্ব ছাড়তে চাই ,এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা এটা নিয়েও আলোচনা করব। অবশ্য আমিও জানি না এ বিষয়ে। আমি আপনাদের মতোই শুনেছি। সে যদি কন্টিনিউ না করতে চাই তাহলে সরাসরি বলা উচিত, আমি করতে চাই না। ধন্যবাদ বলে ছেড়ে দিলাম। চট্টগ্রামে আজ রাতে আমি যাচ্ছি। কাল অথবা পরের দিনের মধ্যে কোচ ও দলের সঙ্গে আলোচনা করব, এরপর আপনাদের জানাতে পারব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে ২ ইনিংসে ব্যাটাতে ৭ ও ২৩ রান করেছেন শান্ত। এর আগে ভারত সিরিজেও টেস্ট এবং টি-টোয়েন্টিতে ব্যর্থ হয়েছেন টাইগার অধিনায়ক।
আরও পড়ুন: সাফের ফাইনালে আজ মাঠে নামবে বাংলাদেশ, দেখবেন যেভাবে
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর ২৪/এইচআই