নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ (বুধবার) স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।
মেয়েদের সাফে টানা দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নেপাল। সর্বশেষ ২০২২ আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। দুই বছর পর সেই একই ভেন্যুতে ফাইনালের মঞ্চে শিরোপা জয়ের লড়াইয়ে নেমেছে এই দুই দল।
চলতি টুর্নামেন্টে এখনো অপরাজিত বাংলাদেশ ও নেপাল। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। পরেই ম্যাচেই ভারতকে হারিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছিল সাবিনারা। এরপর সেমিতে ভুটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে গত আসরের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
» চট্টগ্রাম টেস্টেও বিবর্ণ বাংলাদেশের ব্যাটিং!
» টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি মিরাজের
অন্যদিকে নেপাল নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ১১-অ গোলে এবং তৃতীয় ম্যাচের শ্রীলঙ্কাকে ৬-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছিল। সেখানে ভারতের বিপক্ষে নানা নাটকীয়তার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় নিয়ে ফাইনালে পা রেখেছে স্বাগতিকরা।
গত আসরের ফাইনালে নেপালকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশের মেয়েরা। এখন দেখার পালা বাংলাদেশ দ্বিতীয় নাকি নেপাল তাদের প্রথম শিরোপা ঘরে তুলবে।
ম্যাচটি সরাসরি দেখুন :
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৪/বিটি