হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় একবছরের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকতে হয়েছিলো ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়রকে। দীর্ঘসময়ের এই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন ৩৬৯ দিন পর। তবে জাতীয় দলের হয়ে না বরং নিজের ক্লাব আল হিলালের হয়ে। ক্লাব ফুটবলে মাঠে নামলেও জাতীয় দলের হয়ে খেলতে তাঁকে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত।
নভেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের রয়েছে দুইটা ম্যাচ। সেই লক্ষ্যে আগামী ১ নভেম্বর দল ঘোষণা করার কথাও বলেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। এএফসি চ্যাম্পিয়ন লিতে ২১ অক্টোবর আল আইনের বিপক্ষে খেলা ছিল আল হিলালের। সেখানে সবাই প্রত্যাশা করেছিল নেইমার পুরোটা সময় মাঠে থাকবেন। কিন্তু তাকে নামানো হয়েছে ৭৭ মিনিটের মাথায়। সেসময় মাঠে নেমে দলের হয়ে রাখতে পারেনি কোনো অবদান। তবুও তাঁর দল আল হিলাল ৫-৪ গোলে জিতে নেয় ম্যাচটি।
এএফসি চ্যাম্পিয়ন লিগে আল হিলালের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ৫ নভেম্বর। ফলে ব্রাজিলের মাঠের ফিটনেস বোঝার কোনো উপায় নাই ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের কাছে। ফলে নেইমার-ম্যানেজমেন্ট উভয়পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে নেইমারকে ছাড়াই দল ঘোষণা করার। সব ভালো থাকলে আগামী ২০২৫ সালের মার্চ মাসের দিকে মাঠে দেখা যাবে এই তারকা ফুটবলারকে। সেসময় পুরো ফিট নেইমারকে পাবে বলে প্রত্যাশা করছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে যে, গতবছর উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে একবছরের বেশি সময় মাঠের বাইরে ছিটকে যায়। নভেম্বরের ফিফা উইন্ডোতেও ব্রাজিলের প্রতিপক্ষ হলো উরুগুয়ে। এছাড়াও এএফসির ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ। ফলে সবদিক বিবেচনায় নেইমারের জাতীয় দলে ফেরার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ অক্টোবরের ফিফা উইন্ডোতে চিলি ও পেরুর বিপক্ষে খেলা উভয় ম্যাচে জয় পায় সেলেসাওরা। আপাতত আল হিলালের হয়ে এএফসি কাপ এবং সৌদি কিংস কাপে খেলবেন। জানুয়ারিতে পুরো ফিট হওয়ার পর যুক্ত করা হবে সৌদি প্রো লিগের স্কোয়াডেও এবং প্রস্তুতি নিবেন জাতীয় দলের হয়ে খেলতে।
এবছর এএফসির প্রতিযোগিতায় আল হিলালের এখনও ৩ ম্যাচ রয়েছে। এস্তেগলাল ও আল-সাদের বিপক্ষে মাঠে নামবে আগামী নভেম্বরের যথাক্রমে ৫ ও ২৭ তারিখে। এছাড়াও ডিসেম্বরের ৪ তারিখে মুখোমুখি হবে আল গারাফার। এদিকে নভেম্বরের ফিফা উইন্ডোতে ব্রাজিল ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে যথাক্রমে ১৫ ও ২০ নভেম্বর। যদিও দুই ম্যাচের কোনোটাতেই পাওয়া যাবে না নেইমারকে।
আরো পড়ুন : টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৪/এসআর