Connect with us
ফুটবল

ছাদ খোলা বাসে উদযাপন শুরু সাফজয়ী মেয়েদের

ছাদ খোলা বাসে সাফজয়ী মেয়েরা। ছবি : সংগৃহীত

যে ট্রফির জন্য এতো ত্যাগ, এতো পরিশ্রম, এতো আয়োজন মর্যাদার সেই ট্রফিকে সামনে রেখে শুরু হলো ছাদ খোলা বাসে সাফজয়ী মেয়েদের উদযাপন। ছাদ খোলা বাসের যাত্রায় দেশের পতাকা জড়িয়ে দাঁড়িয়ে আছেন অধিনায়ক সাবিনা। ক্যামেরাকে নিজের দেশের পতাকার মহত্ত্ব জানান দিচ্ছেন তহুরা। তাঁদের সামনে আনন্দে আত্মহারা ঋতুপর্ণা- রুপ্নরা। সকলকে সামনে এগিয়ে দিয়ে গুরু পিটার বাটলার পিছনেই রইলেন। যেন বললেন এভাবেই এগোতে হবে সামনে। আর পুরো ছাদ খোলা বাসের আবেগঘন পরিবেশের মুহূর্তটা সজীব করে তুলেছে ওই সোনালি রংয়ের ট্রফিটা।

নেপাল থেকে আসা সাফজয়ী নারীদের অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশ। প্রস্তুত ছাদ খোলা বাসও। দুপুর ২ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজসিক প্রত্যাবর্তন করেন বাংলার সোনার কন্যারা। এরপর বিমানবন্দরে কথা বলেন কোচ পিটার বাটলার এবং অধিনায়ক সাবিনা খাতুন। এরপর শুরু হয় ছাদ খোলা বাসে করে বিজয়ীদের জয়োল্লাস।

বিমানবন্দরে সবধরনের আনুষ্ঠানিকতা সেরে বাংলার মেয়েদের গন্তব্য হলো বাফুফে ভবন। ছাদ খোলা বাস থেকে নামিয়ে তাঁদের বরণ করে নিতে বাফুফে ভবনে অপেক্ষা করছে হাজারো ফুটবলপ্রেমীরা। সোনার কন্যাদের ফ্রেম বন্দি এবং তাঁদের সাক্ষাৎকার নিতে অধীর আগ্রহে বসে আছেন সাংবাদিকরাও।

বিকালে বাফুফে ভবনে সাফজয়ী মেয়েদের সাথে সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়াও একটা নির্দিষ্ট দিন ধার্য করে সাফজয়ী মেয়েদের অভ্যর্থনা জানাবেন প্রধান উপদেষ্টাও বলে জানা গেছে।

উল্লেখ্য গতকাল (বুধবার) নেপালের কাঠমুন্ডুতে দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ হারিয়ে ২য় বারের মতো সাফের শিরোপা ঘরে তোলে বাংলার বাঘিনীরা। এর আগে ২০২২ সালে প্রথম সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশ।

মেয়েদের ছাদ খোলা বাস চলাচলের রুট :

বিমানবন্দর>এক্সপ্রেসওয়ে>এফডিসি> সাত রাস্তার মোড়>মগবাজার ফ্লাইওভার>কাকরাইল>পল্টন>নটরডেম কলেজ>শাপলা চত্বর>বাফুফে ভবন।

আরো পড়ুন : এবার নিজেই আফগানিস্তান সিরিজে খেলার আগ্রহ দেখাননি সাকিব

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল