আজ (বৃহস্পতিবার) বিমানবন্দরে নেমে সংবাদ সম্মেলনে ট্রফি জয়ের অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই অধিনায়ক বলেন এ জয় প্রথম ট্রফি জেতার মতোই।
সাবিনার অধিনায়কত্বেই টানা দুইবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতল বাংলাদেশ। বাংলাদেশের ফুটবল ইতিহাসে গৌরবময় অর্জন এটা।ব্যক্তিগত পারফরমেন্সও উজ্জ্বল ছিলেন তিনি।
আজ বিমানবন্দরে উচ্ছ্বাস প্রকাশ করে সাবিনা বলেন,’ প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি, দেশের মানুষকে যারা এই জয়ের জন্য অধীর আগ্রহী ছিল। সবাইকে খুশি করতে পেরে, দলের সদস্য এবং বাফুফে খুবই খুবই আনন্দিত। এছাড়াও আমি ধন্যবাদ দিতে চাই, সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্যার ও উইমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আওয়াল স্যার ও নতুন কমিটিকে। সকলের দোয়া ও সমর্থনে আজ এই সফলতা এসেছে।’
এরপরই নিজের অনুভূতি প্রকাশ করে সকলের অধিনায়ক বলেন,’ দ্বিতীয়বারের মতো এই আনন্দ প্রথম ট্রফি জয়ের মতোই মনে হচ্ছে। এত জনাকীর্ণ প্রমাণ করে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটুকু ভালোবাসে। আমাদের জন্য দোয়া করবেন।’
এছাড়াও বিমানবন্দরে নিজের অভিব্যক্তির কথা বলেছেন টুর্নামেন্ট সেরা গোলরক্ষক রুপনা চাকমা। তিনি বলেন,’ ‘এখানে আমাদের শুভেচ্ছা জানাতে আসার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
ঋতুপর্ণা চাকমা নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,’ সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। এই শিরোপাটি দেশবাসীকে উপহার দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ট্রফি উপহার দিতে পারি।’
উল্লেখ্য, গতকাল (বুধবার) সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত বারের মত শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।
আরও পড়ুন: সাবিনাদের উল্লাসের দিনে শান্তদের লজ্জার হার!
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর ২৪/এইচআই