Connect with us
ক্রিকেট

সাবিনাদের উল্লাসের দিনে শান্তদের লজ্জার হার!

Bangladesh-Sa
সাবিনাদের শিরোপা নিয়ে ফেরার দিনে হতাশায় ডুবিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে একই দিনে দেখা গেল দুই ভিন্ন চিত্র। ফুটবলে বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে শিরোপা নিয়ে নেপাল থেকে দেশে ফিরেছে। ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করছে তারা। অন্যদিকে ক্রিকেটে বাংলাদেশের ছেলেরা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে।

গতকাল (৩০ অক্টোবর) সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা নিয়ে আজ দুপুরে দেশে ফিরেছে তারা। এরপর ছাদখোলা বাসে শহর ঘুরেছে সাবিনা-ঋতুপর্ণারা।

তবে একই দিনে হতাশায় ডুবিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। ঘরের মাঠে একই দিনে দুইবার অলআউট হয়েছে বাংলাদেশ। এতে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

আরও পড়ুন:

» ছাদ খোলা বাসে উদযাপন শুরু সাফজয়ী মেয়েদের

» এবার নিজেই আফগানিস্তান সিরিজে খেলার আগ্রহ দেখাননি সাকিব 

চট্টগ্রাম টেস্টে টানা দুইদিন ব্যাট করার পর গতকাল দিনের তৃতীয় সেশনে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তিন সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৭৫ রান তুলেছিল প্রোটিয়ারা। শেষ বিকেলে ব্যাট করতে নেমে মাত্র ৯ ওভার খেলে ৩৮ রানে ৪ উইকেট হারায় টাইগাররা।

আজ তৃতীয় ব্যাট করতে নেমে ১০ রান যোগ করতেই আরো ৪টি উইকেট হারায় স্বাগতিকরা। এরপর নবম উইকেটে মুমিনুল হক ও তাইজুল ইসলামের ১০৩ রানের জুটিতে ভর করে ১৫৯ রানে থামে প্রথম ইনিংস। মুমিনুল সর্বোচ্চ ৮২ এবং তাইজুল দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন। এরপর শান্তদের ফলোঅনে পাঠায় এইডেন মার্করামরা।

৪১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে এবারও প্রথম ইনিংসের পুনরাবৃত্তি ঘটিয়েছে শান্তরা। শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ১৪৩ রানেই গুটিয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান আসে পেসার হাসান মাহমুদের ব্যাট থেকে। ৩০ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া শান্ত ৩৬ এবং অভিষিক্ত মুহিদুল ইসলাম অঙ্কন করেছেন ২৯ রান।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট