হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (বৃহস্পতিবার) দুপুর ২ টা ১৫ মিনিটে রাজসিক আগমন ঘটেছে সাফজয়ী মেয়েদের। আগে থেকেই ভিআইপি টার্মিনালে অধীর আগ্রহে অপেক্ষা করছে শত শত সংবাদকর্মীরা। কখন আসবে বাংলার সোনার কন্যারা। অবশেষে ১৫ মিনিট দেরিতে ঢাকায় পদার্পণ করলো সাবিনা-ঋতুপর্ণাদের ফ্লাইট। একটু পরেই ট্রফি হাতে ফ্লাইট থেকে নামলেন সাফজয়ী নারী দলের কোচ পিটার বাটলার। একে একে নামলেন সাবিনা, রুপ্না, ঋতুপর্ণারাও।
বিমানবন্দরে নেমেই সংবাদকর্মীদের সঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হলো সাফজয়ী কোচ ও ফুটবলারদের। একপর্যায়ে সাংবাদিকদের অতিরিক্ত ভিড়ে কোচ ও অধিনায়ক কথা বললেন মেগাফোনে।
এসময় সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে কোচ পিটার বাটলার বলেন, ‘এই ট্রফি গোটা বাংলাদেশের মানুষেরই। তারা পুরো দলকে শুরু থেকেই খুবই সমর্থন দিয়েছে।’
এসময় তিনি আরও বলেন, ‘ট্রফি জেতাটা বড় কথা নয় বাংলাদেশের মেয়েরা যেধরনের গোছালো ফুটবল খেলেছেন সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’
এসময় অধিনায়ক সাবিনাও সংবাদ সম্মেলনে কথা বলেন। সংবাদ সম্মেলনে সাবিনা বলেন, ‘আমরা ট্রফিটা জিততে পেরে খুবই গর্বিত ও আনন্দিত। আমরা গোটা দেশবাসীর কাছে দোয়া চাই। যেন এই ট্রফি জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারি। দেশবাসীকে আরও ট্রফি জয়ের আনন্দ উপহার পারি।’
বিমানবন্দরে সংবাদ সম্মেলন শেষ করে বাংলাদেশ দলের জন্য রাখা ছাদ খোলা বাসে করে বাফুফে ভবনের উদ্দেশ্য রওনা হয়েছেন বাংলার বাঘিনীরা। সাফজয়ী নারী ফুটবলারদের একনজর দেখতে শহরের রাস্তাগুলোর দুইপাশে ভিড় জমিয়েছে ফুটবলপ্রেমীরা।
এদিকে সাফজয়ী মেয়েদের বরণ করে নেওয়ার জন্য বাফুফে ভবনে অপেক্ষা করছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়াও নির্দিষ্ট একটা দিন ঠিক করে তাদেরকে বরণ করে নিবেন প্রধান উপদেষ্টাও।
আরো পড়ুন : সাবিনাদের উল্লাসের দিনে শান্তদের লজ্জার হার!
ক্রিফোস্পোটর্স/৩১অক্টোবর২৪/এসআর