ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন মুস্তাফিজুর রহমান। মহেন্দ্র সিং ধোনির দলে অভিষেক আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন কাটার মাস্টার। তবে নতুন আসরের নিলামের আগে এই বাঁহাতি পেসারকে ছেড়ে দিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
আইপিএলের আসন্ন ২০২৫ আসরের নিলামের আগে ছয় ক্রিকেটারকে রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। আজ (বৃহস্পতিবার) ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেনশন তালিকা প্রকাশের শেষ সময়।
এরই মধ্যে চেন্নাই তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। এবারের মেগা নিলামের আগে পাঁচ ক্রিকেটারকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। এই তালিকায় রাখা হয়নি মুস্তাফিজকে।
আরও পড়ুন:
» সাফজয়ী নারীদের জন্য কোটি টাকা বোনাস ঘোষণা
» ‘এই ট্রফি গোটা বাংলাদেশের মানুষের’- সাফজয়ী কোচ পিটার বাটলার
সব শঙ্কা কাটিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আগামী আসরেও চেন্নাইয়ের জার্সিতে মাঠ কাঁপাবেন সাবেক এই অধিনায়ক। সাবেক অধিনায়কের পাশাপাশি থাকছেন বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে রবীন্দ্র জাদেজা, শিবাম দুবেকে ধরে রেখেছে চেন্নাই। আর বিদেশিদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন মাথিশা পাথিরানা। গত আসরে চেন্নাইয়ের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই লঙ্কান পেসার।
আগামী নভেম্বরে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চেন্নাই চাইলে নিলাম থেকে পুনরায় দলে ভেড়াতে পারবে এই টাইগার পেসারকে।
উল্লেখ্য, গত আসরে চেন্নাইয়ের জার্সিতে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। সে আসরে চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এই বাঁহাতি পেসার।
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/বিটি