দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে ধবলাধোলাই হয়েছিল বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে চট্টগ্রামে ফের মুখোমুখি হয় উভয় দল। যেখানে মাত্র তিন দিনেই শেষ হয় ম্যাচ। ইনিংস ব্যবধানে জয়ের পাশাপাশি টেস্ট সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা।
এমন জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম বলেন, বাংলাদেশকে এত সহজে হারাবে ভাবেনি তারাও। এমনকি চট্টগ্রাম টেস্টের উইকেট বিবেচনায় জয়ের দিন সকালেও তারা ভাবেনি বিকেলেই শেষ হবে ম্যাচ। তবে এই জয় নিজেদের বোলারদের কৃতিত্ব দিতে ভুলেননি প্রোটিয়া অধিনায়ক।
সিরিজ জয়ের পর মার্করাম বলেন, ‘একদমই ভাবিনি এত দ্রুত জয় পাব। পঞ্চম দিনের শেষ ভাগ পর্যন্ত খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম আমরা। একবারও ভাবিনি, আজকে এখানে (সংবাদ সম্মেলনে) আসব। তবে হ্যাঁ, লম্বা সময় ধরে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের জন্যেই আমরা এখনে আসতে পেরেছি।’
আরও পড়ুন:
» আল নাসর-আল হিলাল ম্যাচসহ আজকের খেলা (১ নভেম্বর ২৪)
» অধিনায়কত্ব আমার ব্যাটিংয়ে প্রভাব ফেলে না : শান্ত
নিজেদের ভালো পারফরমেন্সের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা জানতাম, এখানে সিরিজ জয় একদমই সহজ ব্যাপার হবে না। তবে আমরা খুবই ভাগ্যবান ছিলাম যে চমৎকার কিছু পারফরম্যান্সে তাদের ওপর চাপ তৈরি করতে পেরেছি। এটা আমাদের সবার জন্য গর্বের বিষয়। আগামী দিনগুলোতে এই সাফল্য আমাদের আনন্দ দেবে।’
প্রসঙ্গত, চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকা পেয়েছে তাদের ইতিহাসের সব থেকে বড় জয়। যেখানে তারা শান্তদের হারিয়েছে ইনিংস ও ২৭৩ রানের বিশাল ব্যবধানে ব্যবধানে। ম্যাচের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৫৭৫ রানের বড় সংগ্রহ। যার বিপরীতে দুই ইনিংসে বাংলাদেশ করে যথাক্রমে ১৫৯ ও ১৪৩ রান।
ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৪/এফএএস